প্রাইমারী মার্কেট:
প্রাথমিক বাজারে নতুন শেয়ার বা সিকিউরিটিজ এর লেনদেন করা হয়। নতুন কোন বিনিয়োগে অর্থ যোগানের উদ্দেশ্যেই এ বাজারে ফান্ড রেইজ করা হয়। সম্ভবত এই বিষয়টা নিয়েই সবার আগ্রহ বেশি। এটাকে আইপিও (Initial Public Offering) বলে।
ধরুন, গ্রীণ ভেলী হেলথ কেয়ার লিঃ অথবা গ্রীণটেক গ্রীণহাউজ বাংলাদেশ লিঃ নতুন একটা ওয়েবসাইট চালু করতে চায় যা জন্য প্রচুর টাকার প্রয়োজন। সেজন্য আমি সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষের বিভিন্ন নিয়মকানুন মেনে প্রাথমিক বাজারে শেয়ার ছাড়তে চাই। কিন্তু তার জন্য কিছু কাজ রয়েছে। যেমন: প্রজেক্টের বিস্তারিত জনগণকে জানাতে হবে লিখিত আকারে যা প্রসপেক্টাস নামে পরিচিত। এখানে উদ্দেশ্য, কর্মপদ্ধতি, মূলধনের পরিমাণ যোগানের উপায়সমূহ, লাভের সম্ভাবনা, ঝুকির দিকগুলো, ব্যবস্থাপনা পদ্ধতি ইত্যাদি বিশদ ভাবে লেখা থাকে যা থেকে সহজেই বোঝা যায় এটি লাভ জনক হবে কিনা।
নির্দিষ্ট সময়ে আবেদন পত্র বাজারে ছাড়া হবে। বিনিয়োগকারীরা সে আবেদন পত্র পূরণ করে উল্লেখিত টাকাসহ ফরমটি নির্দিষ্ট ব্যাংক বা আইসিবি এর অফিসে জমা দিতে হবে।
যে কেউ আবেদন করতে পারবে?
এটি কোম্পানী এবং আবেদনকারীর মধ্যে একটি চুক্তি। সুতরাং চুক্তির শর্তগুলো পূরণ হতে হবে। যেমন: ১৮ বছর, সুস্থ মস্ত্বিষ্ক ইত্যাদি।
বর্তমানে শেয়ার বাজার ইলেকট্রনিক। সেজন্য আপনাকে কাগজের কোন শেয়ার দেয়া হবে না। শেয়ার বিস্তারিত জমা থাকবে স্টক মার্কেটের সার্ভারে। সেজন্য একটা একাউন্ট প্রয়োজন যা বিও/ BO (Beneficiary Owners) একাউন্ট নামে পরিচিত। একাউন্ট খুললে আপনাকে একটা নম্বর দেয়া হবে যাকে বলে বিও নম্বর। শেয়ারের জন্য আবেদনের সময় আবেদন পত্রে অবশ্যই এই নম্বরটি উল্লেখ করতে হবে। প্রতিটি কোম্পানীতে আবেদনের জন্য প্রত্যেকবার একাউন্ট খুলতে হবে না। একটা একাউন্ট দিয়েই সব কোম্পানীতে আবেদন করা যাবে।
বিও একাউন্ট যে কোন ব্রোকার হাউজে গিয়ে খুলতে হবে। এর ফি ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হতে পারে। প্রতি দুইজন ব্যক্তি ৩টি একাউন্ট খুলতে পারবে। দুইজনে আলাদা আলাদা দুইটা, আর দুইজনে মিলে আরও একটা।
সকল আবেদনপত্র জমা হলে, নির্ধারিত তারিখে লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে শেয়ার পেলে তা আপনার বিও একাউন্টে পাঠিয়ে দেয়া হবে এবং আপনাকে প্রমানস্বরূপ এর সনদ দেয়া হবে। আর শেয়ার না পেলে আপনার টাকা ফেরত দেয়া হবে (রিফান্ড ওয়ারেন্ট)। সেজন্য অবশ্যই আবেদনসময় আপনার ব্যাংক একাউন্টের তথ্য (নাম, নম্বর) দিতে হবে। অবশ্য বিও একাউন্ট খোলার সময়ই আপনাকে ব্যাংক একাউন্ট আছে তার প্রমানহিসেব ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে।
টাকা/শেয়ার কিভাবে দেয়া হবে?
কোম্পানী পত্রিকার মাধ্যমে তারিখ ও স্থান জানিয়ে দিবে। এ তারিখে আপনি সনদ বা রিফান্ড ওয়ারেন্ট নিজ হাতে বা অন্য কারও মাধ্যমে সংগ্রহ করতে পারেন। তবে এ সময় অবশ্যই আবেদনপত্র জমা দেয়ার পর মানি রিসিপ্টটি জমা দিতে হবে। আর আপনি যদি হাতে হাতে তা সংগ্রহ না করেন তাহলে তা কুরিয়ারে আপনার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে। অবশ্য তখনও সেই স্লিপটি লাগবে।
রিফান্ড ওয়ারেন্ট টি একটা ক্রস চেক। এটি আপনার ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। ব্যাংক তা সংগ্রহ করে রাখবে।
প্রাথমিক বাজারে শেয়ারের দাম:
শেয়ারের দাম মূলত তিন ধরণের দামে বাজারে আসতে পারে:
১. লিখিত মূল্যে: অর্থাৎ ধরুন যদি প্রতিটি শেয়ারের লিখিত মূল্য ১০০ টাকা এবং সেটি বাজারেও এই দামেই ছাড়া হয়।
২. প্রিমিয়ামে: প্রতিটি শেয়ারের লিখিত মূল্যের চেয়ে যদি বেশি মূল্যে শেয়ার ছাড়া হয়। যেমন: গ্রীণ ভেলী হেলথ কেয়ার লিঃ ( নাকি গ্রীণটেক গ্রীণহাউজ বাংলাদেশ লিঃ ?) কোম্পানী ১০ টাকার শেয়ার বাজারে ছেড়েছিল ১২০ টাকায়। এটি সাধারণত নির্ভর করে যে ধরনের ব্যবসা করছে তার উপর। গ্রামীণফোন শেয়ার বাজারে আসবে। তখন তাদের ১০০০ টাকার শেয়ার ১০০০০ টাকায় ছাড়াও বিচিত্র হবে না (অবশ্য লিখিত মূল্য ১০০০ টাকা না হয়ে ১০০ অথবা ১০ টাকাও হতে পারে)।
৩. ডিসকাউন্টে: লিখিত মূল্যের চেয়ে কম দামে শেয়ার ছাড়লে। বদনাম আছে এরকম কোম্পানি ব্যবসা সম্প্রসারণ করতে চাইলে অনেক ক্ষেত্রে এটি ঘটতে পারে।
সেকেন্ডারী মার্কেট:
শেয়ার পেলে তা আপনার বিও একাউন্টে তা জমা হয়ে যাবে। তারপর আপনি সেই শেয়ার বাজারে বিক্রয় করে দিতে পারবেন। একেই সেকেন্ডারী মার্কেট বলে। এখানে মালিকানাধীন শেয়ার সমূহ বিক্রয় করতে পারেন বা শেয়ার কিনতে পারেন। এখানে দাম নির্ধারিত হয় চাহিদা ও যোগানের ভিত্তিতে। চাহিদা ও যোগান আবার নির্ভর করে তথ্যের উপর। একটি দক্ষ মার্কেটে শেয়ারের দাম/চাহিদা/যোগান সম্পূর্ণভাবে তথ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। কিন্তু আমাদের মার্কেট দক্ষ নয়। তাই এখানে অন্য কিছুর উপর তা নির্ভর করতে পারে;D।
প্রাথমিক বাজারে বিনিয়োগের জন্য প্রয়োজন ভাগ্য। এটি প্রায়ই ঝুঁকিবিহীন। কিন্তু সেকেন্ডারী মার্কেটের জন্য প্রয়োজন এনালাইসিস। যথাযথ গবেষণা না করে একটা কোম্পানীর শেয়ার কিনলেই লাভবান হওয়া যাবে না বরং পথে বসে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেজন্য শেয়ার বাজারের উপর নিয়মিত চোখ রাখতে হবে। বুঝে শুনে লেনদেন করতে হবে। এ ক্ষেত্রে সরকারকেও তদারক ও নিয়ন্ত্রণ করতে হবে।
নিয়মিত ভিজিট করুনঃ ঢাকা স্টক একচেঞ্জ: http://www.dsebd.org চট্টগ্রাম স্টক একচেঞ্জ: http://www.csebd.com
original link
Read more ...
Thursday, July 30, 2009
Sunday, July 26, 2009
হার্ট এ্যাটাক : প্রতিরোধই সর্বোত্তম ব্যবস্থা
নিজের শরীরটা সুস্থ্য সবল থাকুক তা কে না চায়! তাই জেনে নেওয়া দরকার কিভাবে এটাকে ঠিকঠাক রাখা যায়। একসময় ধারনা ছিল হার্টের রোগ হচ্ছে বড়লোকদের এবং বয়ষ্কদের বিষয়। কিন্তু এখন পরিসংখ্যান বলে ভিন্ন কথা। বাংলাদেশে সকল শ্রেনীর মানুষের মধ্যেই এ রোগের বিস্তার বেড়ে চলেছে। সম্ভবতঃ খাদ্যাভাস, জীবনযাত্রা এর একটা বড় কারন। তাই আসুন জেনে নেই এর কারন ও প্রতিকার।
আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। তবে হৃদপিন্ড কয়েকটা কারণে বিশেষ গুরুত্ব বহন করে। অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ সাময়িকভাবে বিকল হয়ে গেলেও প্রান সচল থাকে। এমনকি মস্তিষ্কের অধিকাংশ অংশ অচল হয়ে গেলেও কৃত্রিম যন্ত্রের সাহায্যে দীর্ঘদিন পর্যন্ত শরীরকে চালু রাখা যায়। কিন্তু হৃদপিন্ড কয়েক সেকেন্ড বন্ধ থাকলেই মৃত্যু অনিবার্য। তাই হৃদরোগে মৃত্যু one of three leading causes of death. /:)
প্রথমেই আমাদের জানা দরকার হৃদপিন্ডের কাজ কি?
হৃদপিন্ড একটা পাম্প যা সমস্ত শরীরে রক্ত সরবরাহ করে। এই রক্ত প্রধানতঃ অক্সিজেন যুক্ত রক্ত। সমস্ত শরীরে ব্যবহারের পর অক্সিজেন বা বাতাস যখন নিঃশেষ হয়ে যায় তখন কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত পুনরায় হৃদপিন্ডে প্রবেশ করে। একথা অবশ্য সকলেরই জানা যে, হৃদপিন্ড বুকের বাম দিকে অবস্থান করে। যদিও হৃদপিন্ডের সঠিক অবস্থান বুকের ঠিক মাঝখানে এবং এর অংশ বিশেষ বাম দিক পর্যন্ত প্রসারিত। একারণে হার্টের ব্যথা সব ক্ষেত্রেই বুকের বাম দিকে হবে, একথা ঠিক নয়। বরং বুকের মাঝখানে শুরু হয়ে বাম কাধ, চোয়াল এবং বাম হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ক্ষেত্র বিশেষে ডান দিকে এমনকি শরীরের অন্যত্রও এই ব্যথা অনুভূত হবে পারে। তবে, এর অর্থ এই নয় যে, বুকের ব্যথা মানেই হার্টের ব্যথা। আনুষঙ্গিক অবস্থা দেখে চিকিৎসকগণ হার্টের ব্যথাকে অন্য ব্যথার থেকে পার্থক্য করে থাকেন। যা ক্ষেত্র বিশেষে আধুনিক পরীক্ষা নিরীক্ষার সাহায্য ব্যতীত নিশ্চিত হওয়া যায় না। বুকে ব্যথা অন্য যে সব কারণে হতে পারে তার মধ্যে প্রধান তিনটা কারন হচ্ছে-
১. এ্যাসিডিটি যা গ্যাষ্ট্রিক বলে বেশি পরিচিত।
২. মাংসপেশী কিংবা বুকের খাঁচার ব্যথা। (musculoskeletal pain)
৩. মানসিক- যেমন রোগীর মনে এই চিন্তা ঢুকে যাওয়া যে তার হার্ট দুর্বল
এখন কাদের ক্ষেত্রে অধিক সতর্কতা প্রয়োজন ? X(
এ কথা ঠিক যে, বয়স নির্বিশেষে সবারই হার্টের অসুখ হতে পারে, তবে বিশেষতঃ হার্ট এ্যাটাক বয়স্ক এবং পুরুষদের হয়ে থাকে। মহিলাদের হরমোনজনিত কারণে হার্ট এ্যাটাকের ঝুকি অনেক কম থাকে। তবে পঞ্চাশোর্ধ মহিলাদের এই ঝুকি অনেকটা পুরুষদের কাছাকাছি পর্যায়ের। বুকে ব্যথা হলে যদি রোগীর মধ্যে নিম্নোক্ত বিষয় সমূহ পাওয়া যায়, তবে দেরী না করে চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিৎ।
১. বয়ষ্ক (সাধারনতঃ পুরুষদের পয়তাল্লিশের অধিক, মহিলাদের ক্ষেত্রে পঞ্চান্ন এর অধিক)
২. পুরুষ
৩. রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে যদি হার্ট এ্যাটাকের ইতিহাস থাকে।
৪. শরীরের ওজন বেশি হওয়া
৫. উচ্চ রক্ত চাপের (হাই ব্লাডপ্রেসার) রোগী হওয়া
৬. ডায়াবেটিসের রোগী হওয়া
৭. ধূমপায়ী হওয়া।
হার্ট এ্যাটাক হলে সাধারণতঃ কয়েকটা লক্ষন প্রকাশ পায় –:-/
১. বুকের পূর্বে উল্লেখিত স্থানে তীব্র ব্যথা অথবা চাপ।
২. অতিরিক্ত ঘাম হওয়া
৩. বমি হওয়া।
প্রধানত উক্ত তিনটা জিনিষের এক বা একাধিক লক্ষন হার্ট এ্যাটাকে প্রকাশ পায়। তবে, ডায়াবেটিস রোগী অথবা বৃদ্ধ বয়সে এ রকম তীব্র ব্যথা নাও হতে পারে। এ রকম পরিস্থিতির সৃষ্টি হলে দেরি না করে দ্রত রোগীকে হাসপাতালে স্থানান্তর করা উচিৎ।
এখন আমাদের জানতে হবে হার্ট এ্যাটাক কি?
প্রকৃত পক্ষে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হার্ট এ্যাটাক বলে কিছু নেই। সাধারণ মানুষের কাছে যা হার্ট এ্যাটাক বলে পরিচিত তা আসলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন (Myocardial Infarction) বা সংক্ষেপে এম.আই.। হার্ট যদিও সারাদেহে রক্ত সরবরাহ করার পাম্প হিসেবে ব্যবহৃত হয়, তবে এই কাজের জন্য তার নিজের মাংসপেশীতেও খানিকটা রক্তের প্রয়োজন পড়ে। এই রক্ত সরবরাহ করার জন্য যে রক্তনালীগুলো থাকে এই গুলো যখন বন্ধ হয়ে যায় তখন হার্টের খাকিটা অংশ মরে যায়। এটাকেই এম.আই বা সাধারণ ভাষায় হার্ট এ্যাটাক বলে।
সাধারণ মানুষের মধ্যে ষ্ট্রোক এবং হার্ট এ্যাটাক সমন্ধে ধারণা পরিস্কার নেই। দুটোকে এক করে দেখা হয়। এটা ঠিক যে, দুই ক্ষেত্রেই রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, তবে ষ্ট্রোক বলা হয় যখন এটা ঘটে মস্তিষ্কে এবং এর ফলে সাধারণত রোগী অজ্ঞান হয়ে যায় কিংবা এক দিকে অসারতা অনুভব করে। পক্ষান্তরে হার্ট এ্যাটাকের ফলে রোগী সাধারনতঃ অজ্ঞান হয় না, অসারতা বা প্যারালাইসিসও হয় না। উল্লেখ্য যে, যখন রক্তনালীগুলো সম্পূর্ণ বন্ধ না হয়ে আংশিক বন্ধ হয়, তখন রোগীর সময়ে সময়ে ব্যথা অনুভূত হয়। বিশেষতঃ পরিশ্রমের কাজে কিংবা দুঃচিন্তা করলে, এটাকে এ্যানজিনা (Angina) বলে। এই পর্যায়ে রোগী এম.আই. এর ঝুকির মধ্যে থাকে। কারণ যে কোন সময়ে রক্তনালী সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে রক্তনালীগুলো বন্ধ হয়ে যেতে পারে। বয়সের
কারণে সাধারন নিয়মেই এটা হয় যা অপ্রতিরোধযোগ্য কিন্তু যে সব কারণ আমাদের হাতে (অর্থাৎ মোটা হওয়া, চর্বিযুক্ত খাবার খাওয়া, ধূমপান) সেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। অপরদিকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ যদিও প্রতিরোধযোগ্য নয় এবং নিরাময়যোগ্যও নয়, তবে সচেতনতা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং নিরবিচ্ছিন্নভাবে ঔষধ সেবনের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
অর্থাৎ দেখা যাচ্ছে, হার্ট এ্যাটাকের ঝুকি আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পারি যদি নিম্নোল্লেখিত বিষয়গুলো মেনে চলি-B-)
১. নিয়মিত শারীরিক পরিশ্রম
২. ধূমপান এবং মদ্যপান ত্যাগ করা
৩. চর্বিযুক্ত খাবার পরিহার করা
৪. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রনে রাখা এবং
৫. অল্প অল্প বুকে ব্যথা হলে বিশেষতঃ চল্লিশোর্ধ পুরুষ এবং পঞ্চাশোর্ধ মহিলাদের চিকিৎসকের শরনাপন্ন হয়ে বুকে ব্যথার কারণ নির্ণয় করা।
সাধারণতঃ যাদের ক্ষেত্রে চিকিৎসকগণ সন্দেহ করেন বুকের ব্যথার প্রকৃতি হার্টের কারণে হওয়ার সম্ভাবনা, তাদের ইসিজি করানো হয়ে থাকে। ইসিজি অনেকাংশেই হার্টের ব্যথাকে প্রকাশ করে থাকলেও সবক্ষেত্রে পারে না। এদের জন্য আরেক ধরনের ইসিজি করার প্রয়োজন যাকে ষ্ট্রেস ইসিজি বা ইটিটি (ETT) বলে। এই ইসিজি করার সময়ে রোগীকে একটা মেশিনের উপর দৌড়াতে হয়। এই পরিশ্রম চলাকালীন সময়ে অনবরত ইসিজি হতে থাকে। অর্থাৎ সাধারণ ইসিজি করাকালীন যেহেতু রোগী বিশ্রামরত থাকে, অল্প বিস্তর হার্টের সমস্যা এক্ষেত্রে ধরা নাও পড়তে পারে। এদের জন্যই পরিশ্রমরত অবস্থায় ইসিজি বা ইটিটি করা হয়। বর্তমান সময়ের সবচেয়ে বহুল প্রচলিত এবং নিখুত পরীক্ষা হচ্ছে এনজিওগ্রাম যা হার্টের রক্তনালীর ব্লক প্রায় নিশ্চিতভাবেই সনাক্ত করে। এটা একটা বিশেষ এক্সরে যা সামান্য ইনজেকশনের প্রয়োগের মাধ্যমে করা হয়ে থাকে। বছর কয়েক আগেও এর জন্য প্রতি বছর হাজার হাজার রোগী বিদেশে পাড়ি জমাত। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে হরহামেশাই এ পরীক্ষা হচ্ছে। খরচ মোটামুটি বার হাজার টাকা। তবে, এই খরচ যদিও এনজিওগ্রামের জন্য যা একটি পরীক্ষা মাত্র। এই পরীক্ষায় হার্টের রক্তনালীতে ব্লক না পাওয়া গেলে তো ভাল অন্যথায় এই রক্তনালীকে পরিষ্কার রাখার জন্য যে ব্যবস্থা করা হয় তা দুই রকমের।
1) ষ্টেন্টিং বা বেলুনিং: একটা বেলুন আকৃতির জিনিষ প্রবেশ করিয়ে রক্তনালীর চুপসে যাওয়া অংশকে প্রসারিত করা । এই প্রক্রিয়ায় রোগীকে বড়জোর দুই দিন হাসপাতালে থাকতে হয়, রোগী একটা ইনজেকশনের মত ব্যথা ছাড়া আর কিছুই টের পায় না। কোনরকম অজ্ঞানও করা হয় না। খরচ ক্ষেত্রভেদে এক থেকে তিন লাখ কিম্বা আরো বেশী হতে পারে।
২) বাইপাসঃ যদি একাধিক জায়গায় ব্লক থাকে বা স্থানটি জটিল অবস্থায় থাকে সে ক্ষেত্রে বেলুন বা ষ্টেন্ট ঢুকাবার সুযোগ থাকে না এ ক্ষেত্রে বাইপাস অপারেশনের মাধ্যমে ঐ জায়গাকে কেটে ফেলে ভাল রক্তনালী জোড়া দেওয়া হয়। রোগীকে দুই থেকে তিন সপ্তাহ হাসপাতালে অবস্থান করতে হয়, কয়েক ব্যাগ রক্ত অথবা ডোনার প্রস্তুত রাখতে হয়। যদিও এই প্রক্রিয়ায় খরচ ষ্টেন্ট বা বেলুনিং থেকে অনেক কম। সাধারণতঃ এক থেকে দেড় লাখ।
এখন প্রশ্ন উঠতে পারে, এই এনজিওগ্রাম, বেলুনিং কিংবা বাইপাস না করলেই কি নয়? রোগীরা প্রায়ই এ প্রশ্ন করে থাকেন যে, শুধু ঔষধ দিয়ে কি সারানো যায় না? এর উত্তর হচ্ছে, একটা পর্যায় পর্যন্ত ঔষধের কার্যকারিতা সীমাবদ্ধ। বাইপাস কিম্বা স্টেন্টিং ই এখন পর্যন্ত চূড়ান্ত চিকিৎসা। ঔষধের মধ্যে কয়েকটা ঔষধ গুরুত্বপূর্ণ। রক্তে চর্বির পরিমান বেশি থাকলে কমানোর ঔষধ, আর রক্ত পাতলা রাখার জন্য অ্যাসপিরিন জাতীয় ঔষধ যা উন্নত দেশে প্রতিটি বয়স্ক লোকেই সেবন করে থাকে। এছাড়া প্রেসারের ঔষধগুলো সাধারণতঃ হার্ট এ্যাটাক বা angina কিছু মাত্রায় প্রতিরোধ করে। কিন্তু রক্তনালী যখন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন এ্যানজিওগ্রাম করে এর প্রকৃতি নির্ণয় করে ষ্টেন্ট কিংবা বাইপাস অপারেশন ছাড়া বুকের ব্যথা কমাবার কিংবা হার্ট এ্যাটাকের ঝুকি কমাবার বিকল্প থাকে না। এগুলো অনেকটা নদীতে পলি পড়লে ড্রেজিং করার মত। ঔষধ ছাড়াও আরও একটা বিষয় হার্টের চিকিৎসায় সমধিক গুরুত্বপূর্ণ। তা হল জীবনযাপন ব্যবস্থার পরিবর্তন। এর কিছুটা পূর্বেই উল্লেখ করা হয়েছে, যেমন- ধূমপান ত্যাগ করা, টেনশনমুক্ত থাকা, শারীরিক পরিশ্রম করে শরীরকে চর্বিমুক্ত রাখা। একই সাথে চর্বিযুক্ত খাবার পরিহার করাও প্রয়োজন। সকলের সুবিদার্ধে এখানে চর্বি যুক্ত খাবারের উল্লেখ করা হচ্ছে। যার প্রথমগুলো সর্বোচ্চ চর্বিযুক্ত, শেষেরগুলো সর্বনিম্ন চর্বিযুক্ত(descending order) । তবে হার্টের রোগীর অবস্থা অনুযায়ী এর সবগুলোই কিংবা অধিকাংশই বর্জনীয়। :((
১. মগজ
২. ডিমের হলুদ অংশ
৩. কলিজা (গরু/খাসি)
৪. চিংড়ি-বিশেষতঃ বড় চিংড়ি
৫. আইসক্রীম, চকোলেট
৬. খাসির মাংস
৭. হাসের মাংস
৮. গরুর মাংস
৯. মুরগীর চামড়া
১০. দুধ।
প্রশ্ন হতে পারে তাহলে খাওয়া যাবে কি? খেতে বাধা নেই কিংবা কোন ক্ষেত্রে বেশি খাওয়া প্রয়োজন এমন খাবারের মধ্যে-
১. সকল ধরনের শাকসবজি
২. ফল
৩. সব রকম মাছ বিশেষতঃ সামুদ্রিক মাছ
৪. সব ধরনের তেল (পাম ওয়েল এবং নারকেল তেল/দুধ ব্যতীত)
:)পরিশেষে হার্টের রোগীদের জন্য সুখবর হচ্ছে, বড় বড় রোগের যেমন- ক্যান্সার, কিডনী নষ্ট হওয়া, লিভার সিরোসিস অথবা ডায়াবেটিস এ সবের মধ্যে হার্টের চিকিৎসা যেমন সবচেয়ে সহজলভ্য তেমনি সর্বাধিক কার্যকর। উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা করলে হার্ট এ্যাটাককে অনেকাংশেই প্রতিরোধ করা যায় অথবা একবার হার্ট এ্যাটাক করলেও স্বাভাবিক জীবন-যাপন করা সম্ভব। হার্ট এ্যাটাক একবার করলে এর একটা অংশ চিরস্থায়ীভাবে অকেজো হয়ে পড়ে। দুই বা তিনবারে গোটা হৃদপিন্ডই অকেজো হয়ে পড়ে, তখন জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ে। এ কারণে উপযুক্ত সময়ে অর্থাৎ হার্ট এ্যাটাক একবারও হয়নি কিন্তু ঝুকির মধ্যে রয়েছে এ রকম প্রত্যেকেরই ইসিজি, ইটিটি এবং এনজিওগ্রাম করে নেয়া উচিত।
চেষ্টা আমাদের কিন্তু নিরাময় সম্পূর্ণরূপেই আল্লাহর হাতে।
....ডা. জুবায়ের হোসেন
ORIGINAL SOURCE:
Read more ...
আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। তবে হৃদপিন্ড কয়েকটা কারণে বিশেষ গুরুত্ব বহন করে। অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ সাময়িকভাবে বিকল হয়ে গেলেও প্রান সচল থাকে। এমনকি মস্তিষ্কের অধিকাংশ অংশ অচল হয়ে গেলেও কৃত্রিম যন্ত্রের সাহায্যে দীর্ঘদিন পর্যন্ত শরীরকে চালু রাখা যায়। কিন্তু হৃদপিন্ড কয়েক সেকেন্ড বন্ধ থাকলেই মৃত্যু অনিবার্য। তাই হৃদরোগে মৃত্যু one of three leading causes of death. /:)
প্রথমেই আমাদের জানা দরকার হৃদপিন্ডের কাজ কি?
হৃদপিন্ড একটা পাম্প যা সমস্ত শরীরে রক্ত সরবরাহ করে। এই রক্ত প্রধানতঃ অক্সিজেন যুক্ত রক্ত। সমস্ত শরীরে ব্যবহারের পর অক্সিজেন বা বাতাস যখন নিঃশেষ হয়ে যায় তখন কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত পুনরায় হৃদপিন্ডে প্রবেশ করে। একথা অবশ্য সকলেরই জানা যে, হৃদপিন্ড বুকের বাম দিকে অবস্থান করে। যদিও হৃদপিন্ডের সঠিক অবস্থান বুকের ঠিক মাঝখানে এবং এর অংশ বিশেষ বাম দিক পর্যন্ত প্রসারিত। একারণে হার্টের ব্যথা সব ক্ষেত্রেই বুকের বাম দিকে হবে, একথা ঠিক নয়। বরং বুকের মাঝখানে শুরু হয়ে বাম কাধ, চোয়াল এবং বাম হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ক্ষেত্র বিশেষে ডান দিকে এমনকি শরীরের অন্যত্রও এই ব্যথা অনুভূত হবে পারে। তবে, এর অর্থ এই নয় যে, বুকের ব্যথা মানেই হার্টের ব্যথা। আনুষঙ্গিক অবস্থা দেখে চিকিৎসকগণ হার্টের ব্যথাকে অন্য ব্যথার থেকে পার্থক্য করে থাকেন। যা ক্ষেত্র বিশেষে আধুনিক পরীক্ষা নিরীক্ষার সাহায্য ব্যতীত নিশ্চিত হওয়া যায় না। বুকে ব্যথা অন্য যে সব কারণে হতে পারে তার মধ্যে প্রধান তিনটা কারন হচ্ছে-
১. এ্যাসিডিটি যা গ্যাষ্ট্রিক বলে বেশি পরিচিত।
২. মাংসপেশী কিংবা বুকের খাঁচার ব্যথা। (musculoskeletal pain)
৩. মানসিক- যেমন রোগীর মনে এই চিন্তা ঢুকে যাওয়া যে তার হার্ট দুর্বল
এখন কাদের ক্ষেত্রে অধিক সতর্কতা প্রয়োজন ? X(
এ কথা ঠিক যে, বয়স নির্বিশেষে সবারই হার্টের অসুখ হতে পারে, তবে বিশেষতঃ হার্ট এ্যাটাক বয়স্ক এবং পুরুষদের হয়ে থাকে। মহিলাদের হরমোনজনিত কারণে হার্ট এ্যাটাকের ঝুকি অনেক কম থাকে। তবে পঞ্চাশোর্ধ মহিলাদের এই ঝুকি অনেকটা পুরুষদের কাছাকাছি পর্যায়ের। বুকে ব্যথা হলে যদি রোগীর মধ্যে নিম্নোক্ত বিষয় সমূহ পাওয়া যায়, তবে দেরী না করে চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিৎ।
১. বয়ষ্ক (সাধারনতঃ পুরুষদের পয়তাল্লিশের অধিক, মহিলাদের ক্ষেত্রে পঞ্চান্ন এর অধিক)
২. পুরুষ
৩. রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে যদি হার্ট এ্যাটাকের ইতিহাস থাকে।
৪. শরীরের ওজন বেশি হওয়া
৫. উচ্চ রক্ত চাপের (হাই ব্লাডপ্রেসার) রোগী হওয়া
৬. ডায়াবেটিসের রোগী হওয়া
৭. ধূমপায়ী হওয়া।
হার্ট এ্যাটাক হলে সাধারণতঃ কয়েকটা লক্ষন প্রকাশ পায় –:-/
১. বুকের পূর্বে উল্লেখিত স্থানে তীব্র ব্যথা অথবা চাপ।
২. অতিরিক্ত ঘাম হওয়া
৩. বমি হওয়া।
প্রধানত উক্ত তিনটা জিনিষের এক বা একাধিক লক্ষন হার্ট এ্যাটাকে প্রকাশ পায়। তবে, ডায়াবেটিস রোগী অথবা বৃদ্ধ বয়সে এ রকম তীব্র ব্যথা নাও হতে পারে। এ রকম পরিস্থিতির সৃষ্টি হলে দেরি না করে দ্রত রোগীকে হাসপাতালে স্থানান্তর করা উচিৎ।
এখন আমাদের জানতে হবে হার্ট এ্যাটাক কি?
প্রকৃত পক্ষে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হার্ট এ্যাটাক বলে কিছু নেই। সাধারণ মানুষের কাছে যা হার্ট এ্যাটাক বলে পরিচিত তা আসলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন (Myocardial Infarction) বা সংক্ষেপে এম.আই.। হার্ট যদিও সারাদেহে রক্ত সরবরাহ করার পাম্প হিসেবে ব্যবহৃত হয়, তবে এই কাজের জন্য তার নিজের মাংসপেশীতেও খানিকটা রক্তের প্রয়োজন পড়ে। এই রক্ত সরবরাহ করার জন্য যে রক্তনালীগুলো থাকে এই গুলো যখন বন্ধ হয়ে যায় তখন হার্টের খাকিটা অংশ মরে যায়। এটাকেই এম.আই বা সাধারণ ভাষায় হার্ট এ্যাটাক বলে।
সাধারণ মানুষের মধ্যে ষ্ট্রোক এবং হার্ট এ্যাটাক সমন্ধে ধারণা পরিস্কার নেই। দুটোকে এক করে দেখা হয়। এটা ঠিক যে, দুই ক্ষেত্রেই রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, তবে ষ্ট্রোক বলা হয় যখন এটা ঘটে মস্তিষ্কে এবং এর ফলে সাধারণত রোগী অজ্ঞান হয়ে যায় কিংবা এক দিকে অসারতা অনুভব করে। পক্ষান্তরে হার্ট এ্যাটাকের ফলে রোগী সাধারনতঃ অজ্ঞান হয় না, অসারতা বা প্যারালাইসিসও হয় না। উল্লেখ্য যে, যখন রক্তনালীগুলো সম্পূর্ণ বন্ধ না হয়ে আংশিক বন্ধ হয়, তখন রোগীর সময়ে সময়ে ব্যথা অনুভূত হয়। বিশেষতঃ পরিশ্রমের কাজে কিংবা দুঃচিন্তা করলে, এটাকে এ্যানজিনা (Angina) বলে। এই পর্যায়ে রোগী এম.আই. এর ঝুকির মধ্যে থাকে। কারণ যে কোন সময়ে রক্তনালী সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে রক্তনালীগুলো বন্ধ হয়ে যেতে পারে। বয়সের
কারণে সাধারন নিয়মেই এটা হয় যা অপ্রতিরোধযোগ্য কিন্তু যে সব কারণ আমাদের হাতে (অর্থাৎ মোটা হওয়া, চর্বিযুক্ত খাবার খাওয়া, ধূমপান) সেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। অপরদিকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ যদিও প্রতিরোধযোগ্য নয় এবং নিরাময়যোগ্যও নয়, তবে সচেতনতা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং নিরবিচ্ছিন্নভাবে ঔষধ সেবনের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
অর্থাৎ দেখা যাচ্ছে, হার্ট এ্যাটাকের ঝুকি আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পারি যদি নিম্নোল্লেখিত বিষয়গুলো মেনে চলি-B-)
১. নিয়মিত শারীরিক পরিশ্রম
২. ধূমপান এবং মদ্যপান ত্যাগ করা
৩. চর্বিযুক্ত খাবার পরিহার করা
৪. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রনে রাখা এবং
৫. অল্প অল্প বুকে ব্যথা হলে বিশেষতঃ চল্লিশোর্ধ পুরুষ এবং পঞ্চাশোর্ধ মহিলাদের চিকিৎসকের শরনাপন্ন হয়ে বুকে ব্যথার কারণ নির্ণয় করা।
সাধারণতঃ যাদের ক্ষেত্রে চিকিৎসকগণ সন্দেহ করেন বুকের ব্যথার প্রকৃতি হার্টের কারণে হওয়ার সম্ভাবনা, তাদের ইসিজি করানো হয়ে থাকে। ইসিজি অনেকাংশেই হার্টের ব্যথাকে প্রকাশ করে থাকলেও সবক্ষেত্রে পারে না। এদের জন্য আরেক ধরনের ইসিজি করার প্রয়োজন যাকে ষ্ট্রেস ইসিজি বা ইটিটি (ETT) বলে। এই ইসিজি করার সময়ে রোগীকে একটা মেশিনের উপর দৌড়াতে হয়। এই পরিশ্রম চলাকালীন সময়ে অনবরত ইসিজি হতে থাকে। অর্থাৎ সাধারণ ইসিজি করাকালীন যেহেতু রোগী বিশ্রামরত থাকে, অল্প বিস্তর হার্টের সমস্যা এক্ষেত্রে ধরা নাও পড়তে পারে। এদের জন্যই পরিশ্রমরত অবস্থায় ইসিজি বা ইটিটি করা হয়। বর্তমান সময়ের সবচেয়ে বহুল প্রচলিত এবং নিখুত পরীক্ষা হচ্ছে এনজিওগ্রাম যা হার্টের রক্তনালীর ব্লক প্রায় নিশ্চিতভাবেই সনাক্ত করে। এটা একটা বিশেষ এক্সরে যা সামান্য ইনজেকশনের প্রয়োগের মাধ্যমে করা হয়ে থাকে। বছর কয়েক আগেও এর জন্য প্রতি বছর হাজার হাজার রোগী বিদেশে পাড়ি জমাত। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে হরহামেশাই এ পরীক্ষা হচ্ছে। খরচ মোটামুটি বার হাজার টাকা। তবে, এই খরচ যদিও এনজিওগ্রামের জন্য যা একটি পরীক্ষা মাত্র। এই পরীক্ষায় হার্টের রক্তনালীতে ব্লক না পাওয়া গেলে তো ভাল অন্যথায় এই রক্তনালীকে পরিষ্কার রাখার জন্য যে ব্যবস্থা করা হয় তা দুই রকমের।
1) ষ্টেন্টিং বা বেলুনিং: একটা বেলুন আকৃতির জিনিষ প্রবেশ করিয়ে রক্তনালীর চুপসে যাওয়া অংশকে প্রসারিত করা । এই প্রক্রিয়ায় রোগীকে বড়জোর দুই দিন হাসপাতালে থাকতে হয়, রোগী একটা ইনজেকশনের মত ব্যথা ছাড়া আর কিছুই টের পায় না। কোনরকম অজ্ঞানও করা হয় না। খরচ ক্ষেত্রভেদে এক থেকে তিন লাখ কিম্বা আরো বেশী হতে পারে।
২) বাইপাসঃ যদি একাধিক জায়গায় ব্লক থাকে বা স্থানটি জটিল অবস্থায় থাকে সে ক্ষেত্রে বেলুন বা ষ্টেন্ট ঢুকাবার সুযোগ থাকে না এ ক্ষেত্রে বাইপাস অপারেশনের মাধ্যমে ঐ জায়গাকে কেটে ফেলে ভাল রক্তনালী জোড়া দেওয়া হয়। রোগীকে দুই থেকে তিন সপ্তাহ হাসপাতালে অবস্থান করতে হয়, কয়েক ব্যাগ রক্ত অথবা ডোনার প্রস্তুত রাখতে হয়। যদিও এই প্রক্রিয়ায় খরচ ষ্টেন্ট বা বেলুনিং থেকে অনেক কম। সাধারণতঃ এক থেকে দেড় লাখ।
এখন প্রশ্ন উঠতে পারে, এই এনজিওগ্রাম, বেলুনিং কিংবা বাইপাস না করলেই কি নয়? রোগীরা প্রায়ই এ প্রশ্ন করে থাকেন যে, শুধু ঔষধ দিয়ে কি সারানো যায় না? এর উত্তর হচ্ছে, একটা পর্যায় পর্যন্ত ঔষধের কার্যকারিতা সীমাবদ্ধ। বাইপাস কিম্বা স্টেন্টিং ই এখন পর্যন্ত চূড়ান্ত চিকিৎসা। ঔষধের মধ্যে কয়েকটা ঔষধ গুরুত্বপূর্ণ। রক্তে চর্বির পরিমান বেশি থাকলে কমানোর ঔষধ, আর রক্ত পাতলা রাখার জন্য অ্যাসপিরিন জাতীয় ঔষধ যা উন্নত দেশে প্রতিটি বয়স্ক লোকেই সেবন করে থাকে। এছাড়া প্রেসারের ঔষধগুলো সাধারণতঃ হার্ট এ্যাটাক বা angina কিছু মাত্রায় প্রতিরোধ করে। কিন্তু রক্তনালী যখন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন এ্যানজিওগ্রাম করে এর প্রকৃতি নির্ণয় করে ষ্টেন্ট কিংবা বাইপাস অপারেশন ছাড়া বুকের ব্যথা কমাবার কিংবা হার্ট এ্যাটাকের ঝুকি কমাবার বিকল্প থাকে না। এগুলো অনেকটা নদীতে পলি পড়লে ড্রেজিং করার মত। ঔষধ ছাড়াও আরও একটা বিষয় হার্টের চিকিৎসায় সমধিক গুরুত্বপূর্ণ। তা হল জীবনযাপন ব্যবস্থার পরিবর্তন। এর কিছুটা পূর্বেই উল্লেখ করা হয়েছে, যেমন- ধূমপান ত্যাগ করা, টেনশনমুক্ত থাকা, শারীরিক পরিশ্রম করে শরীরকে চর্বিমুক্ত রাখা। একই সাথে চর্বিযুক্ত খাবার পরিহার করাও প্রয়োজন। সকলের সুবিদার্ধে এখানে চর্বি যুক্ত খাবারের উল্লেখ করা হচ্ছে। যার প্রথমগুলো সর্বোচ্চ চর্বিযুক্ত, শেষেরগুলো সর্বনিম্ন চর্বিযুক্ত(descending order) । তবে হার্টের রোগীর অবস্থা অনুযায়ী এর সবগুলোই কিংবা অধিকাংশই বর্জনীয়। :((
১. মগজ
২. ডিমের হলুদ অংশ
৩. কলিজা (গরু/খাসি)
৪. চিংড়ি-বিশেষতঃ বড় চিংড়ি
৫. আইসক্রীম, চকোলেট
৬. খাসির মাংস
৭. হাসের মাংস
৮. গরুর মাংস
৯. মুরগীর চামড়া
১০. দুধ।
প্রশ্ন হতে পারে তাহলে খাওয়া যাবে কি? খেতে বাধা নেই কিংবা কোন ক্ষেত্রে বেশি খাওয়া প্রয়োজন এমন খাবারের মধ্যে-
১. সকল ধরনের শাকসবজি
২. ফল
৩. সব রকম মাছ বিশেষতঃ সামুদ্রিক মাছ
৪. সব ধরনের তেল (পাম ওয়েল এবং নারকেল তেল/দুধ ব্যতীত)
:)পরিশেষে হার্টের রোগীদের জন্য সুখবর হচ্ছে, বড় বড় রোগের যেমন- ক্যান্সার, কিডনী নষ্ট হওয়া, লিভার সিরোসিস অথবা ডায়াবেটিস এ সবের মধ্যে হার্টের চিকিৎসা যেমন সবচেয়ে সহজলভ্য তেমনি সর্বাধিক কার্যকর। উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা করলে হার্ট এ্যাটাককে অনেকাংশেই প্রতিরোধ করা যায় অথবা একবার হার্ট এ্যাটাক করলেও স্বাভাবিক জীবন-যাপন করা সম্ভব। হার্ট এ্যাটাক একবার করলে এর একটা অংশ চিরস্থায়ীভাবে অকেজো হয়ে পড়ে। দুই বা তিনবারে গোটা হৃদপিন্ডই অকেজো হয়ে পড়ে, তখন জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ে। এ কারণে উপযুক্ত সময়ে অর্থাৎ হার্ট এ্যাটাক একবারও হয়নি কিন্তু ঝুকির মধ্যে রয়েছে এ রকম প্রত্যেকেরই ইসিজি, ইটিটি এবং এনজিওগ্রাম করে নেয়া উচিত।
চেষ্টা আমাদের কিন্তু নিরাময় সম্পূর্ণরূপেই আল্লাহর হাতে।
....ডা. জুবায়ের হোসেন
ORIGINAL SOURCE:
Read more ...
Labels:
health,
heart attack
Saturday, July 25, 2009
কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download করবেন?
বিভিন্ন বংলা সাইট এ এর আগে আমি অকেক ইউনিভার্সিটি এর Password দেয়ছিলাম।যাই হোক আজ আমি কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download করবেন তার পদ্ধতি জানাব।আশা করছি বিবেকবান Moderator গণ দেশের কোটি কোটি Students/ Teachers/ Researchers দের কথা মাথায় রেখে আমার এই পোস্ট টা মুছে ফেলবেন না।
মনে করেন আপনাকে আপনার বন্ধু তার ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে বই ইনে আপনাকে পড়তে দিল।আপনি যদি তাকে অবৈধ না ভাবেন বা নিলক্ষেত থেকে ফটকপি বই পড়েন তবে আমার এই পোস্টটা আপনার জন্য।যারা এসব support করেন না তাদের জন্য আমার এই পোস্ট না।
১-www.abcdfree.com
২-http://bbs.techyou.org/
৩-www.passfans.com/forum
Thesis/Article/Journal Download করার জন্য এই ৩টা সাইট হল সবচেয়ে জনপ্রিয় সাইট।এদের মাঝে http://www.abcdfree.com হল সবচেয়ে জনপ্রিয় ও কাজের।এই ৩টা সাইট ভালো করে দেখে আমি http://www.abcdfree.com সাইটের সাথে যুক্ত হই ৩-১-২০০৯ তারিখে এবং প্রচুর পরিশ্রমের পর বাংলাদেশের একমাত্র Moderator হওয়ার যোগ্যতা অরজন করি।
আমাদের সাইট এ বাংলাদেশের User ১০ জনের কম।অথচ এই ১টা সাইট দেশের কোটি কোটি Students/ Teachers/ Researchers এর জীবন বদলে দিতে পারে।এই সাইটে=
# Newbie---Member---Conqueror---Lord------King------Forum Legend
# Money:0-50----50-200-----200-500--500-1000--1000-3000---3000---
এরকম একটা জটিল সমীকরন আছে।আপনার ভাল পোস্ট এর জন্য আমরা Moderator গন আপনাকে +10/+15 দিব আবার আপনি আপনার পোস্ট এর সাথে Requirement হিসেবে Money যুক্ত করতে পারেন।যত Money বাড়বে তত আপনার Status Upgrade হবে।ভালো সব পস্ট এর সাথে Permission Level এর Requirement থাকে।তাই আপনাকে প্রচুর Contribute করে Money+Level Upgrade করতে হবে।
আপনারা সবাই ত জানেন http://www.gigapedia.com হল ১ নাম্বার Free Ebooks+Video Tutorials+Documentaries সাইট।ওটা একটা Underground Site যা Google Search এ আসে না এবং Mouth to Mouth বা মুখে মুখে শুনে মানুষ তাতে Registered হয়ে Best Sellers Medical/ Engineering/ Commuter Science এরকম বিভিন্ন ধরনের Ebooks Download করে।
http://www.gigapedia.com নেই এমন বইও http://www.abcdfree.com সাইটে অনেক সময় পাওয়া যায়।আমাদের Request Section এ আপনি যে কোন Article/Thesis/Research Paper এর পুরো লঙ্ক দিএ Request করলে 99% ক্ষেত্রেই কেউ না কেউ তা Upload করে আপনাকে সাহায্য করবে।
কোন সমস্যা হলে জানাবেন। আমার প্রফাইল দিলাম।
ভাল থাকবেন
problogger99@gmail.com
মুল লেখাঃ
Read more ...
মনে করেন আপনাকে আপনার বন্ধু তার ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে বই ইনে আপনাকে পড়তে দিল।আপনি যদি তাকে অবৈধ না ভাবেন বা নিলক্ষেত থেকে ফটকপি বই পড়েন তবে আমার এই পোস্টটা আপনার জন্য।যারা এসব support করেন না তাদের জন্য আমার এই পোস্ট না।
১-www.abcdfree.com
২-http://bbs.techyou.org/
৩-www.passfans.com/forum
Thesis/Article/Journal Download করার জন্য এই ৩টা সাইট হল সবচেয়ে জনপ্রিয় সাইট।এদের মাঝে http://www.abcdfree.com হল সবচেয়ে জনপ্রিয় ও কাজের।এই ৩টা সাইট ভালো করে দেখে আমি http://www.abcdfree.com সাইটের সাথে যুক্ত হই ৩-১-২০০৯ তারিখে এবং প্রচুর পরিশ্রমের পর বাংলাদেশের একমাত্র Moderator হওয়ার যোগ্যতা অরজন করি।
আমাদের সাইট এ বাংলাদেশের User ১০ জনের কম।অথচ এই ১টা সাইট দেশের কোটি কোটি Students/ Teachers/ Researchers এর জীবন বদলে দিতে পারে।এই সাইটে=
# Newbie---Member---Conqueror---Lord------King------Forum Legend
# Money:0-50----50-200-----200-500--500-1000--1000-3000---3000---
এরকম একটা জটিল সমীকরন আছে।আপনার ভাল পোস্ট এর জন্য আমরা Moderator গন আপনাকে +10/+15 দিব আবার আপনি আপনার পোস্ট এর সাথে Requirement হিসেবে Money যুক্ত করতে পারেন।যত Money বাড়বে তত আপনার Status Upgrade হবে।ভালো সব পস্ট এর সাথে Permission Level এর Requirement থাকে।তাই আপনাকে প্রচুর Contribute করে Money+Level Upgrade করতে হবে।
আপনারা সবাই ত জানেন http://www.gigapedia.com হল ১ নাম্বার Free Ebooks+Video Tutorials+Documentaries সাইট।ওটা একটা Underground Site যা Google Search এ আসে না এবং Mouth to Mouth বা মুখে মুখে শুনে মানুষ তাতে Registered হয়ে Best Sellers Medical/ Engineering/ Commuter Science এরকম বিভিন্ন ধরনের Ebooks Download করে।
http://www.gigapedia.com নেই এমন বইও http://www.abcdfree.com সাইটে অনেক সময় পাওয়া যায়।আমাদের Request Section এ আপনি যে কোন Article/Thesis/Research Paper এর পুরো লঙ্ক দিএ Request করলে 99% ক্ষেত্রেই কেউ না কেউ তা Upload করে আপনাকে সাহায্য করবে।
কোন সমস্যা হলে জানাবেন। আমার প্রফাইল দিলাম।
ভাল থাকবেন
problogger99@gmail.com
মুল লেখাঃ
Read more ...
Thursday, July 23, 2009
How to Draw a Line in AutoCAD
The first command I’m going to show you is the ‘LINE’ command. That is the most basic command to start using AutoCAD. First of all open your AutoCAD program (please use version 2000 if you have one because that is what I’m using). When something pops up saying “start from scratch” you can click the ‘OK’ button. Then a black screen will show up. Its the AutoCAD default you can change it later on what ever color suits you.
There are two ways for your to draw a line:
1. One is you can type it directly on the command prompt on the bottom of the screen. You don’t have to point your mouse, just type it in your keyboard then press ‘enter’. (See Figure 1)
Figure 1
2. The second one is by clicking the icon on the upper left side panel of the interface.(See Figure 2)
Figure 2
After that the command prompt on the bottom of the screen will respond a message “Specify first point:”. The program is asking you to pick a point in a screen using your mouse and cursor (the little cross thing moving on the screen when you move your mouse – see Figure 4 below) as a starting point of your line. You can choose the center of your screen as the starting point. After picking a point by clicking the left mouse button, the command prompt will ask again “Specify next point or [undo]:”.
AutoCAD is asking you to pick your next point to make a line. You just have to pick any area in the screen to make a line but for this task its better to make a horizontal line by clicking either on the left or right portion of the screen as shown below (you can toggle F10 if you want an automatic straight line called Polar Tracking) .(See Figure 3)
Figure 3
After picking the next point, just press the ESC key to terminate the line. Now there you have it! you have made your first line! hurray!(See Figure 4)
Figure 4
original post:
Read more ...
There are two ways for your to draw a line:
1. One is you can type it directly on the command prompt on the bottom of the screen. You don’t have to point your mouse, just type it in your keyboard then press ‘enter’. (See Figure 1)
Figure 1
2. The second one is by clicking the icon on the upper left side panel of the interface.(See Figure 2)
Figure 2
After that the command prompt on the bottom of the screen will respond a message “Specify first point:”. The program is asking you to pick a point in a screen using your mouse and cursor (the little cross thing moving on the screen when you move your mouse – see Figure 4 below) as a starting point of your line. You can choose the center of your screen as the starting point. After picking a point by clicking the left mouse button, the command prompt will ask again “Specify next point or [undo]:”.
AutoCAD is asking you to pick your next point to make a line. You just have to pick any area in the screen to make a line but for this task its better to make a horizontal line by clicking either on the left or right portion of the screen as shown below (you can toggle F10 if you want an automatic straight line called Polar Tracking) .(See Figure 3)
Figure 3
After picking the next point, just press the ESC key to terminate the line. Now there you have it! you have made your first line! hurray!(See Figure 4)
Figure 4
original post:
Read more ...
ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই....
(ক) সমস্যার মেঘ......যেখান থেকে শুরু
উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাক-২-তে প্রথম যখন ইউনিকোড বাংলা ব্যবহারের সুযোগ অন্তর্ভূক্ত হল তখন থেকেই বাংলা ফন্টের আকার বা সাইজ জনিত একটি সমস্যা বারবার আমাদেরকে বিপাকে ফেলেছে। ইউনিকোড বাংলার প্রচলন শুরু হবার পর থেকেই লক্ষ্য করা গেছে যে, উইন্ডোজ এক্সপির একমাত্র ডিফল্ট বাংলা ইউনিকোড ফন্ট -Vrinda- এর আকার অপেক্ষাকৃতভাবে বা তূলনামূলকভাবে অনেক, অনেক ছোট।
কোন নির্দিষ্ট সাইজের Vrinda ফন্টের আকার বা আকৃতি, অন্য যে কোন সমান সাইজের স্টান্ডার্ড ইংরেজী ফন্টের তূলনায় অনেক অনেক ছোট বলেই ইউনিকোড বাংলার ব্যবহারকারীদের মধ্যে Vrinda ফন্টটিকে এড়ানোর একটি চেষ্টা সবসময়ই লক্ষ্য করা যায়।
এখানে গুরুত্বের সাথে উল্লেখ করতে হয় যে, ইউনিকোড বাংলার কোন ওয়েবপেজে যখন নির্দিষ্ট কোন ইউনিকোড বাংলা ফন্ট এমবেড করা থাকে না, তখন ঐ ওয়েবপেজটি বাংলা অক্ষর দেখানোর জন্য নিজে থেকেই বেছে নেয় উইন্ডোজের ডিফল্ট ইউনিকোড বাংলা ফন্ট- Vrinda কে। আর তখনই ঘটে যায় আসল বিপত্তি। আমরা দেখতে পাই বাংলা অক্ষরগুলো এত ছোট দেখাচ্ছে যে তা’ কিছুতেই পড়া যাচ্ছে না। অবশ্য আধুনিক অনেক ব্রাউজারেই Text Font কে Zoom করে দেখাবার ব্যবস্থা বহাল আছে। কিন্তু সঙ্গত কারণেই সেটিকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যার স্থায়ী কোন সমাধান হিসেবে মেনে নেওয়া যায়না।
(খ) সমস্যার মেঘের বিস্তার......ফেসবুকে
সাম্প্রতিককালে ফেসবুকের ব্যবহার অনেক বেড়েছে।এই ফেসবুকে ইউনিকোড বাংলায় লেখালেখি করা যায় ইচ্ছেমতো! কিন্তু সমস্যা হচ্ছে, এই লেখা পড়বার ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন যে, তাদের পিসিতে ফেসবুকের ওয়েবসাইটের বাংলা অক্ষরগুলো এতো ছোট দেখাচ্ছে যে তা একেবারেই পড়ার অনুপযোগী। আসুন আজকের এ লেখার মাধ্যমে ফেসবুক তথা যে কোন ইউনিকোড বাংলার ওয়েবসাইটেই বাংলা অক্ষর ছোট দেখার সমস্যার একটা স্থায়ী সমাধান আমরা খুঁজতে চেষ্টা করবো।
(গ) ইউনিকোড বাংলার তিনটি স্টান্ডার্ড ফন্ট-এর তুলনামূলক আলোচনা
ইউনিকোড বাংলার ওয়েবসাইটগুলোতে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যার স্থায়ী কোন সুন্দর সমাধান খুঁজতে যাবার প্রথম পর্বে আসুন আমরা ইউনিকোড বাংলার তিনটি স্টান্ডার্ড ফন্ট (Vrinda, Solaimanlipi ও Siyam Rupali) এর আকার সম্বন্ধেই আরেকটু বিষদভাবে জানতে চেষ্টা করি।
১৪ সাইজের ইংরেজী Arial ফন্টের তুলনায় ১৪ সাইজের তিনটি প্রধান বাংলা ইউনিকোড ফন্ট যথাঃ Vrinda, Solaimanlipi ও Siyam Rupali র আকার কতোটা বড় বা ছোট তা নীচের চিত্র থেকে সহজেই বোঝা যাবেঃ
উপরের চিত্রে খেয়াল করুন- ১৪ সাইজের ফন্টে লেখা ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’-লাইনটি পরপর তিনটি প্রধান বাংলা ইউনিকোড ফন্ট যথাঃ Vrinda, Solaimanlipi ও Siyam Rupali র মাধ্যমে কিভাবে কোন আকৃতিতে উপস্থাপিত হচ্ছে।
একটু গভীর ভাবে খেয়াল করলেই দেখতে পাবেন যে, ১৪ সাইজের ইংরেজী Arial ফন্টের তুলনায় ১৪ সাইজের Vrinda ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ লেখাটির আকার বা আকৃতি খুবই ছোট । ১৪ সাইজের Vrinda ফন্টের তুলনায় ১৪ সাইজের Solaimanlipi ফন্ট দ্বারা লিখিত ঐ একই বাক্য তুলনামূলকভাবে কিছুটা বড় কিন্তু এটি আবার ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi লেখাটির আকার বা আকৃতির তুলনায় ছোট।
অতএব Solaimanlipi ফন্টটি অন্য অনেকদিক থেকে গ্রহণযোগ্যতা পেলেও Corresponding Size -এর ইংরেজী ফন্টের তুলনায় আকৃতিতে কিছুটা ছোট হওয়ায় তা Vrinda সমস্যার বিকল্প সমাধান হিসেবে খুব বেশী কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
ইউনিকোড বাংলার ফন্টের এমন দূরাবস্থার সময়েই সবাইকে চমকে দিয়ে যে ফন্টটি আবির্ভূত হয়েছে তার নাম -Siyam Rupali. উপরের ছবিতে ১৪ সাইজের Siyam Rupali ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’-লেখাটুকু খেয়াল করুন এবং দেখুন যে এর আকার বা আকৃতি ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত ‘Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi’-র তুলনায় প্রায় সমান আকারের এবং অন্য দুটি বাংলা ইউনিকোড ফন্ট তথা Vrinda ও Solaimanlipi-র আকৃতির তুলনায়ও যথেষ্ট বড়।
(ঘ) মেঘের আকাশে একফালি রোদ্দুর-সিয়াম রূপালী
পূর্ববর্তী অনুচ্ছেদের তূলনামূলক আলোচনায় উল্লেখিত কারণগুলোর জন্যই ইউনিকোড বাংলায় তৈরী করা যাবতীয় ওয়েবসাইটসমূহের ‘বাংলা অক্ষর’ ছোট দেখাজনিত যে কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাকে প্রথমেই বেছে নিতে হবে ইউনিকোড বাংলা ফন্ট Siyam Rupali. সারা বিশ্বের সকল ইউনিকোড বাংলা ফন্টগুলোর মধ্যে Siyam Rupali-ই সম্ভবতঃ এখনো পর্যন্ত একমাত্র ইউনিকোড বাংলা ফন্ট যা তার দৃষ্টি নন্দন অবয়বের সঙ্গে সঙ্গে Corresponding Size -এর ইংরেজী স্টান্ডার্ড ফন্টগুলোর আকার বা আকৃতির সঙ্গেও সমান সামঞ্জস্য বজায় রাখতে সমর্থ্য হয়েছে।
সিয়াম রূপালী ফন্টটি ডাউনলোড করা যাবে এখান থেকে
সিয়াম রুপালী ফন্ট
সঙ্গত কারণেই ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যাটির সমাধানের জন্য আমরা বেছে নেবো বাঙালীদের জন্য এক বিরাট আশীর্বাদ রূপে আবির্ভূত ফন্ট Siyam Rupali-কে। তবে Siyam Rupali ফন্টটি আপনার পিসিতে ইন্সটলেশনের পর তা’ ব্যাপকভাবে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে প্রথমেই নিশ্চিত হতে হবে যে, আপনার ব্যবহৃত ব্রাউজারটির ডিফল্ট ফন্ট হিসাবে আপনি Siyam Rupali-কেই নির্বাচিত বা সিলেক্ট করতে পেরেছেন কি না।
(ঙ) কিভাবে সিয়াম রূপালী হবে আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট?
ফেসবুক, বাংলা উইকিপিডিয়া ইত্যাদি ওয়েবসাইটের ওয়েবপেজে কিন্তু নির্দিষ্ট কোন ‘বাংলা ইউনিকোড ফন্ট’ এমবেড করা থাকে না। ফলে ইন্টারনেট ব্রাউজারের ডিফল্ট ইউনিকোড বাংলা ফন্টটিই ঐ পেজসমূহের বাংলা ফন্ট হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ‘সিয়াম রূপালী’ ফন্টকে আপনি আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবে নির্বাচিত বা সিলেক্ট করবেন? উদাহরণস্বরূপ যদি ধরে নেই যে আপনার ব্রাউজার হচ্ছে মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার তাহলে তার ডিফল্ট ফন্ট হিসাবে ‘সিয়াম রূপালী’কে নির্বাচনের জন্য নীচের স্টেপগুলো ফলো করুনঃ
(১) আপনার ব্রাউজারে Internet Explorer এর Internet Options-এ যান।
(২) Font Options এর আওতায় Language Script হিসেবে Bengali নির্বাচন করে সেখান থেকে Siyam Rupali ফন্টটি নির্বাচিত করুন।
(৩) এরপর OK করে বেরিয়ে আসুন।
(চ) সমস্যার আকাশ থেকে দূরের অস্তাচলে পাঠান Vrinda ফন্টকে
(সিয়াম রূপালীকে আপনার পিসির উইন্ডোজের ডিফল্ট ফন্ট হিসেবেই প্রতিষ্ঠিত করে নিন)
শুধু ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসেবেই নয়, আপনি ইচ্ছে করলে সিয়াম রূপালীকে আপনার পিসির উইন্ডোজের ডিফল্ট ফন্ট হিসেবেই প্রতিষ্ঠিত করে নিতে পারেন। এরজন্য আপনি Font Fixer নামক এক চমৎকার Software এর সাহায্য নিতে পারেন। Font Fixer ডাউনলোড করা যাবে এখান থেকে-
ফন্ট ফিক্সার সফটওয়্যার
Font Fixer দিয়ে Vrinda কে রিপ্লেস করে তার স্থলে Siyam Rupali কে আপনার এক্সপি অপারেটিং সিস্টেম এর ডিফল্ট বাংলা ফন্ট হিসাবে ইনস্টল করে নিলে আপনি অতিরিক্ত আরো যেসব সুবিধা পাবেন তা হচ্ছেঃ
(১) বাংলা উইকিপিডিয়া, ফেসবুক বা ইউনিকোড বাংলার অন্যান্য ওয়েবসাইটের সাথে সাথে আপনার পিসির সম্পূর্ণ অপারেটিং সিস্টেমেই বাংলা অক্ষর অতি ক্ষুদ্র দেখার সমস্যার সমাধান হয়ে যাবে।
(২) ফলে আপনার পিসির Internet Explorer উইন্ডোর একেবারে উপরের টাইটেল বারেও সংশ্লিষ্ট ওয়েবসাইটের নাম বাংলায় স্পষ্টাক্ষরে দেখা যাবে।
(৩) ইচ্ছে করলে উইন্ডোজের ফাইল ফোল্ডারের নামও খুব সহজেই বাংলায় দেয়া সম্ভব হবে।
Font Fixer দিয়ে Vrinda কে রিপ্লেস করে তার স্থলে Siyam Rupali কে আপনার এক্সপি অপারেটিং সিস্টেম এর ডিফল্ট বাংলা ফন্ট হিসাবে ইনস্টল করে নিলে সেইক্ষেত্রে Vrinda ফন্টটি আন-ইনষ্টল হয়ে C ড্রাইভে অবস্থান নেয়। আপনি যদি পরবর্তীতে পুনরায় Vrinda কে আপনার পিসিতে ইনষ্টল করতে চান তবে তা C ড্রাইভ থেকে করা যাবে সহজেই।
(ছ) কীভাবে ব্যবহার করবেন Font Fixer সফটওয়্যার?
Font Fixer ফাইলটি ডাউনলোড করে তা পিসিতে ইনষ্টল করার পর তার আইকনে ডাবল ক্লিক করে ওপেন করে অপশন উইন্ডোতে গিয়ে ডিফল্ট ফন্ট হিসাবে Siyam Rupali-কে সিলেক্ট করে দিতে হবে। এরপর Fix it বোতামে ক্লিক করে OK বাটন চাপতে হবে। এসময় Set as IE default for Bengali অপশনের পাশে টিক চিহ্ণ দিয়ে রাখলে একইসাথে আপনার নির্বাচিত ফন্টটি আপনার IE ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবেও নির্বাচিত হয়ে যাবে।
(জ) সম্ভাব্য সমস্যা ও প্রতিকার
ধরা যাক, উপরোল্লিখিত নিয়মে সবকিছু করার পর ফেসবুকে সিয়াম রূপালী ফন্ট দ্বারা স্বাভাবিক আকারের বড় বাংলা অক্ষর দেখতে পাওয়া গেল, কিন্তু দেখা গেল সামহয়্যারইন ব্লগ বা প্রথম আলো ব্লগ ব্রাউজ করতে গেলেঐ সিয়াম রূপালী ফন্ট দ্বারা তাদের অক্ষরগুলো অতি অস্বাভাবিক বিসদৃশ আকারের বড় দেখা যাচ্ছে । সেক্ষেত্রে, সেই সমস্যা দূর করার জন্য আপনি কি করবেন?
সেক্ষেত্রে নিচের নির্দেশনা ফলো করুনঃ
ধরা যাক আপনি ব্যবহার করছেন Mozilla Firefox. তাহলে আপনার Firefox Window এর Tools মেনুতে গিয়ে Options এ ক্লিক করুন। এরপর Content ট্যাবে ক্লিক করে এর নীচের দিকে Fonts & Colors এর আওতাভূক্ত ঘরে দেখুন একস্থানে লেখা আছেঃ
Default Font : Siyam Rupali Size : 16 ( যেকোন সাইজ থাকতে পারে)
অর্থাৎ বোঝা যাচ্ছে যে, এই Browser এর Default Font হিসাবে Siyam Rupali নির্ধারিত আছে। কিন্তু ঐ একই লাইনের ডান দিকে দেখুন Advance নামের আরেকটি বাটন আছে। এবার আপনি উক্ত Advance বাটনটিতে ক্লিক করুন।
Fonts শিরোণামের যে নতুন ডায়ালগ বক্সটি ওপেন হবে, তাতে দেখুন একস্থানে একটি অপশন আছে- Allow pages to choose their own fonts, instead of my selections above.
আপনি উক্ত অপশনটির বাম দিকের চেকবক্সে টিক চিহ্ণ বসিয়ে দিন এবং OK করে বেরিয়ে আসুন। দেখবেন এখন আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবে Siyam Rupali নির্ধারিত থাকা সত্ত্বেও সামহয়্যার ইন ব্লগ ওপেন হবে Solaimanlipi ফন্ট দিয়ে, সেই আগের মতো স্বাভাবিক সাইজ নিয়েই। অথাৎ ঐ অপশন নির্ধারণ করে দিলে যেসব ওয়েবপেজে বিশেষ কোন ফন্ট (কোন নির্দিষ্ট ফন্ট-সাইজ সহ) এমবেড করা থাকে, সেইসব পেজ সেই ফন্ট ও সেই ফন্ট-সাইজ নিয়েই ওপেন হবে।
একারণেই এই পদ্ধতি সেট করে রাখলে আপনি ফেসবুক দেখতে পাবেন Siyam Rupali-র অপেক্ষাকৃত বড় অক্ষরে, আবার সামহয়্যার ইন ব্লগ বা প্রথম আলো ব্লগ দেখতে পাবেন তাদের পূর্বনির্ধারিত বা এমবেডেড ফন্ট Solaimanlipi - দিয়ে, সেই পেজের জন্য নির্দিষ্ট করা ফন্ট-সাইজেই।
উল্লেখ্য যে, Solaimanlipi ফন্টের আকার অপেক্ষাকৃত ছোট বলে ওয়েবপেজ ডিজাইনাররা এই ফন্ট এমবেড করার সময় আগে থেকেই এই ফন্টের আকার স্বাভাবিকের চেয়ে অনেক বাড়িয়ে নির্দিষ্ট করে রাখেন। ফলে আগে থেকেই ফন্ট এমবেড করা এইসব সাইট Siyam Rupali-র মতো স্বাভাবিক আকারের ফন্ট দিয়ে দেখতে গেলে তা অনেক বড় দেখায় ।
আরো উল্লেখ্য যে, Face Book এবং বাংলা উইকিপিডিয়া সহ আরো অনেক ওয়েবপেজেই নির্দিষ্ট কোন ফন্ট এমবেড করা থাকেনা, ফলে সেসব ওয়েবপেজগুলো দেখার ক্ষেত্রেই Siyam Rupali- ফন্টের কার্যকারিতা বা উপকারটি বোঝা যায় বেশী। সামহয়্যার ইন ব্লগ বা প্রথম আলো ব্লগ এর ক্ষেত্রে Siyam Rupali- ফন্টের কার্যকারিতা বা উপকার বোঝার কোন উপায় নেই।
........................................................................
মহান ভাষা আন্দোলনের মাসে, একুশের এই মহান লগ্নে আপনার কম্পিউটারের বাংলা দেখার সমস্যাগুলো দূর করার জন্য সর্বাত্মক পদক্ষেপ নিন এখনই। আপনার সমস্যা আলোচনার জন্য মন্তব্যের ঘর গুলোতো প্রস্তুত আছেই !
লিংকগুলোর জন্য কৃতজ্ঞতাঃ ফেসবুকের Shabab Mustafa.
লেখার আসল লিঙ্কঃ
Read more ...
Earn Real Money From Internet
Earn Real Money From Internet
28 Real Ideas and Tips to Make Money From Internet - needs 28 days only to be a successful publisher
There are many types and ways to earn money from internet. I tried to make know all of you the way of earning with my reality and experiance. I hope I'll success if I can help you a little to earn money from Internet.
Notice that ways to make money with a website are different from ways to make more money from it. Methods to increase your traffic or click-through rate will help you make more money, but they do not represent a method of making money per se.
For example, one could suggest that blending AdSense ads with the content is a way to make money from a website. In reality it’s not; it’s just a way to make more money by improving your ad click-through rate. The real monetization method behind it is a PPC ad network.
The list is divided into direct and indirect methods, and examples and links are provided for each point. Enjoy!
Direct Methods
1. PPC Advertising Networks
Google AdSense is the most popular option under this category, but there are also others. Basically you need to sign up with the network and paste some code snippets on your website. The network will then serve contextual ads (either text or images) relevant to your website, and you will earn a certain amount of money for every click.
The profitability of PPC advertising depends on the general traffic levels of the website and, most importantly, on the click-through rate (CTR) and cost per click (CPC). The CTR depends on the design of the website. Ads placed abode the fold or blended with content, for instance, tend to get higher CTRs. The CPC, on the other hand, depends on the nice of the website. Mortgages, financial products and college education are examples of profitable niches (clicks worth a couple of dollars are not rare), while tech-related topics tend to receive a smaller CPC (sometimes as low as a couple of cents per click).
The source of the traffic can also affect the overall CTR rate. Organic traffic (the one that comes from search engines) tends to perform well because these visitors were already looking for something, and they tend to click on ads more often. Social media traffic, on the other hand, presents terribly low CTRs because these visitors are tech-savvy and they just ignore ads.
List of popular CPC advertising networks:
* Google Adsense
* Yahoo! Publisher Network (YPN)
* BidVertiser
* Chitika
* Clicksor
2. CPM Advertising Networks
CPM advertising networks behave pretty much as PPC networks, except that you get paid according to the number of impressions (i.e., page views) that the ads displayed on your site will generate. CPM stands for Cost per Mille, and it refers to the cost for 1,000 impressions.
A blog that generates 100,000 page views monthly displaying an advertising banner with a $1 CPM, therefore, will earn $100 monthly.
CPM rates vary with the network, the position of the ad and the format. The better the network, the higher the CPM rate (because they have access to more advertisers). The closer you put the ad to the top of the page, the higher the CPM. The bigger the format (in terms of pixels), the higher the CPM.
You can get as low as $0,10 and as high as $10 per 1,000 impressions (more in some special cases). CPM advertising tends to work well on websites with a high page views per visitor ratio (e.g., online forums, magazines and so on).
List of popular CPM advertising networks:
* Casale Media
* Burst Media
* Value Click
* Advertising.com
* Tribal Fusion
* Right Media
3. Direct Banner Advertising
Selling your own advertising space is one of the most lucrative monetization methods. First and foremost because it enables you to cut out the middleman commissions and to determine your own rates. The most popular banner formats on the web are the 728×90 leaderboard, the 120×600 skyscraper, the 300×250 rectangle and the 125×125 button.
The downside of direct banner advertising is that you need to have a big audience to get qualified advertisers, and you will need to spend time managing the sales process, the banners and the payments.
Related links:
* How to Find Advertisers for Your Website
* Finding Advertisers for Your Blog
* Direct Advertising Sales for Beginners
* Openads Ad Server
* OIO Publisher Ad Platform
4. Text Link Ads
After Google declared that sites selling text links without the nofollow tag would be penalized, this monetization method became less popular.
Many website owners are still using text links to monetize their sites, though, some using the nofollow tag and some not.
The advantage of this method is that it is not intrusive. One can sell text links directly through his website or use specialized networks like Text-Link-Ads and Text-Link-Brokers to automate the process.
Text link marketplaces and networks:
* DigitalPoint Link Sales Forum
* Text-Link-Ads
* Text-Link-Brokers
* TNX
* LinkWorth
5. Affiliate Marketing
Affiliate marketing is a very popular practice on the Internet. Under this system you have a merchant that is willing to let other people (the affiliates) sell directly or indirectly its products and services, in exchange for a commission. Sometimes this type of advertising is also called CPA (cost per action) or CPL (cost per lead) based.
Affiliates can send potential customers to the merchant using several tools, from banners to text links and product reviews.
In order to find suitable affiliate programs you can turn to individual companies and publishers like Dreamhostand SEOBook, or join affiliate marketplaces and networks.
List of popular affiliate marketplaces and networks:
* Commission Junction
* ClickBank
* Azoogle Ads
* Link Share
6. Monetization Widgets
The latest trend on the web are widgets that let you monetize your website. Examples include Widgetbucks and SmartLinks. Some of these services operate under a PPC scheme, others behave like text link ads, others yet leverage affiliate links.
Their main differentiator, however, is the fact that they work as web widgets, making it easier for the user to plug and play the service on its website.
List of companies that provide monetization widgets:
* WidgetBucks
* ScratchBack
* SmartLinks
7. Sponsored Reviews
PayPerPost pioneered this model, with much controversy on the beginning (related to the fact that they did not require disclosure on paid posts). Soon other companies followed, most notably Sponsored Reviews and ReviewMe, refining the process and expanding the paid blogging model.
Joining one of these sponsored reviews marketplaces will give you the opportunity to write sponsored posts on a wide range of topics. Not all bloggers are willing to get paid to write about a specific product or website (because it might compromise the editorial credibility), but the ones who do are making good money out of it.
If your blog has a big audience you could also offer sponsored reviews directly, cutting off the commissions of the middleman.
List of sponsored reviews and paid blogging networks:
* PayPerPost
* Sponsored Reviews
* ReviewMe
* BlogVertise
* Smorty
8. RSS Feed Ads
With the quick adoption of the RSS technology by millions of Internet users, website owners are starting to find ways to monetize this new content distribution channel.
Feedburber already has its own publisher network, and you can sign-up to start displaying CPM based advertising on your feed footer. Bidvertiser recently introduced a RSS feed ad option as well, with a PPC scheme.
Finally, some blogs are also opting to sell banners or sponsored messages on their feed directly. John Chow andMarketing Pilgrim are two examples.
Related links:
* Feedburner
* BidVertiser
* Pheedo
9. Sponsors for Single Columns or Events
If you website has specific columns or events (e.g., a weekly podcast, an interview series, a monthly survey, a special project) you could find companies to sponsor them individually.
This method increases the monetization options for website owner, while giving advertisers the possibility to target a more specific audience and with a reduced commitment.
Mashable illustrates the case well. They have several advertising options on the site, including the possibility to sponsor specific columns and articles, including the “Daily Poll” and the “Web 2.0 Invites.”
Problogger also runs group writing projects occasionally, and before proceeding he publicly announce the project asking for sponsors.
10.Premium Content
Some websites and blogs give away part of their content for free, and charge for access to the premium content and exclusive tools.
SEOMoz is a good example. They have a very popular blog that gives advice and information on wide range of SEO related topics. On top of that visitors can decide to become premium members. It costs $48 monthly and it grants them access to guides, tools and other exclusive material.
11. Private Forums
While the Internet is populated with free forums, there is also the possibility to create a private one where members need to pay a single or recurring fee to join.
SEO Blackhat charges $100 monthly from its members, and they have thousands of them. Obviously in order to charge such a price for a forum membership you need to provide real value for the members (e.g., secret techniques, tools, and so on).
Performancing also launched a private forum recently, focused on the networking aspect. It is called The Hive, and the monthly cost is $10.
These are just two examples. There are many possibilities to create a private and profitable forum, you just need to find an appealing angle that will make it worth for the members.
List of popular forum software:
* vBulletin
* Simple Machines Forum
* phpBB
* Vanilla
12. Job Boards
All the popular blogs are trying to leverage job boards to make some extra income. Guy Kawasaki,ReadWriteWeb, Problogger… you name it.
Needless to say that in order to create an active and profitable job board you need first to have a blog focused on a specific niche, and a decent amount traffic.
The advantage of this method is that it is passive. Once you have the structure in place, the job listings will come naturally, and you can charge anywhere from $10 up to $100 for each.
List of popular job board software:
* JobThread
* Web Scribe Job Board
* SimplyHired Job-o-matic
* Jobbex
13. Marketplaces
Sitepoint is the online marketplace by excellence. Some websites and blogs, however, are trying to replicate that model on a smaller scale.
Depending on your niche, a market place that allows your visitors to buy, sell and trade products could work well. Over the time you could start charging a small fee for new product listings.
The problem with this method is that there are no standard software on the web, so you would need to hire a coder to get a marketplace integrated into your website.
You can see an example of a marketplaces being used on EasyWordpress and on Mashable.
14. Paid Surveys and Polls
There are services that will pay you money to run a small survey or poll on your website. The most popular one is called Vizu Answers.
Basically you need to sign up with them, and select the kind of polls that you want to run your site. Most of these services operate under a CPM model.
15. Selling or Renting Internal Pages
Million Dollar Wiki made this concept popular, but it was being used on the web for a long time around (checkPagerank10.co.uk for instance).
These websites sell for a single fee or rent for a recurring fee internal pages on their domain. Usually they have either high Pagerak or high traffic, so that people purchasing a page will be able to benefit in some way.
Implementing this method on a small blog would be difficult, but the concept is interesting and could be explored further.
16. Highlighted Posts from Sponsors
Techmeme probably pioneered this idea, but somehow it has not spread to other websites. The tech news aggregator displays editorial posts on the left column, and on the sidebar they have a section titled “Techmeme Sponsor Posts.”
On that section posts from the blog of the advertisers get highlighted, sending qualified traffic their way. Considering that the monthly cost for one spot is $5000 and that they have around 6 sponsors at any given time, it must be working well.
17. Donations
Placing a “Donate” link or button on a website can be an efficient way to earn money, especially if your blog is on a niche where readers learn and gain value from your content.
Personal development and productivity blogs, for instance, tend to perform well with donation based systems (one good example being Steve Pavlina).
A small variation of this method appeared sometime ago with the Buy Me a Beer plugin. This WordPress plugin enables you to insert a customized message at the bottom of each article, asking the readers to chip in for a beer or coffee.
18. In-text Adverting
In-text adverting networks like Kontera and Vibrant Media will place sponsored links inside your text. These links come with a double underline to differentiate them from normal links, and once the user rolls the mouse over the link the advertising will pop. Should the user click on it the site owner will make some money.
Some people make good money with this method, but others refrain from using it due to its intrusiveness. It is also interesting to note that very few mainstream websites have experimented with in-text advertising.
19. Pop-ups and Pop-unders
Pop-ups are a common yet annoying form of advertising on the Internet. If you are just trying to make a much money as possible from your website, you could experiment with them.
If you are trying to grow the traffic and generate loyal visitors, however, you probably should stay away from them. Just consider the hundreds of pop-up blockers out there: there is a reason why they are so popular.
Ad networks that use pop-ups:
* Tribal Fusion
* PayPopup
* PopupAd
* Adversal
20. Audio Ads
Also called PPP (Pay Per Play), this advertising method was introduce by Net Audio Ads. the concept is pretty simple: play a small audio advertising (usually 5 seconds) every time a visitor enters into your website. The user should not be able to stop it, creating a 100% conversion rate based on unique visitors.
The company is still rolling tests, but some users are reporting to get from a $4 to a $6 CPM. Regardless of the pay rate, though, this is a very intrusive form of advertising, so think twice before using it.
21. Selling the Website
Selling your website could be your last resource, but it has the potential to generate a big sum of money in a short period of time.
Market places on online forums like DigitalPoint and Sitepoint are always active with website buyers and sellers. Keep in mind that they most used parameter to determine the value of a website is the monthly revenue that it generates, multiplied by a certain number (the multiplier can be anything from 5 to 30, depending on the expectations of the seller, on the quality of the site, on the niche and other factors).
Some people also make money trading and flipping websites. They either create them from scratch or buy existing ones, and after some revamping they sell them for a profit.
Related links:
* How To Buy A Website And Flip It For Profit
* How To Sell A Website - How Much Is Your Website Worth?
* Where to sell a website? How to go about selling it?
Indirect Methods
22. Selling an Ebook
Perhaps one of the oldest money making strategies on the web, using a website to promote a related ebook is a very efficient way to generate revenue.
You could either structure the website around the book itself, like SEOBook.com, or launch the ebook based on the success of the website, like FreelanceSwitch did we the book How to be a Rockstar Freelancer.
Related links:
* Writing an ebook for your blog
* How to sell ebooks
* Processing payments for your ebook
* How to sell digital products online
* List of ebook selling software
23. Selling a Hardcover Book
Many authors and journalists leverage their blogs or websites to sell copies of hardcover books. Examples include Guy Kawasaki, Seth Godin and Malcolm Gladwell.
While most of these people were already renowned authors before they created their website, one could also follow the other way around. Lorelle VanFossen did exactly that with her Blogging Tips book. First she built her authority on the subject via her blog, and afterwards she published the book.
List of self publishing and publishing services:
* Lulu
* Self Publishing
* iUniverse
* WordClay
24. Selling Templates or WordPress Themes
As more and more people decide to get an online presence, website templates and WordPress themes become hotter and hotter.
On this segment you have mainstream websites like TemplateMonster, as well as individual designers who decide to promote and sell their work independently.
Brian Gardner and Unique Blog Designs are two examples of websites that make money with the sales of premium and custom WordPress themes.
25. Offering Consulting and Related Services
Depending on your niche, you could make money by offering consulting and related services. If you are also the author of your blog, the articles and information that you will share will build your profile and possibly certify your expertise on that niche, making it easier to gain customers.
Chris Garrett used a similar strategy. First he created a highly influential blog on the blogging and new media niche, and afterwards he started offering consulting services to clients with related problems and needs.
26. Creating an Email List or Newsletter
Email lists and newsletters represent one of the most powerful marketing and money making tools on the Internet. They offer incredible conversion rates, and the possibility to call people to action in a very efficient way.
Creating a big list is a difficult task though, so if you have a popular website you could leverage it to increase the number of subscribers on your list.
Yaro Starak is a famous Internet marketer, and if you visit his blog you will notice that right on top he has a section encouraging visitors to subscribe to his email newsletter. Yaro generates five figures in revenues each month from his email newsletters, proving that this method works.
List of software to manage email newsletters:
* AWeber
* SendStudio NX
* PHP Autoresponder
* Constant Contact
27. Mentoring programs
People are willing to pay for someone or something that will teach them and give them knowledge (as opposed to mere information). Education is one of the biggest industries in the world, and the online landscape behaves in a similar way.
Creating a mentoring program related to the niche of your website could be very profitable if you manage to structure and promote it adequately. There is a wide range of media and tools that you can use to deliver the information, from text articles to audio and video lessons.
Brian Clark leveraged the success of Copyblogger to launch a mentoring program teaching people how to build membership and how to sell content online. The program is titled Teaching Sells, and it costs $97 monthly. Sounds expensive, but they have over 1,000 members.
28. Creating a conference around the website
If your website takes off and becomes an authority on its niche, you could create a conference around it. Depending on the size of your audience, the event could attract thousands of people, and you could make money directly from conference passes and sponsors.
Search Engine Land, for instance, created a series of conferences that visit several cities on the United States and on other countries as well. The conferences are called Search Marketing Expo, and the tickets and passes cost thousands of dollars.
Read more ...
28 Real Ideas and Tips to Make Money From Internet - needs 28 days only to be a successful publisher
There are many types and ways to earn money from internet. I tried to make know all of you the way of earning with my reality and experiance. I hope I'll success if I can help you a little to earn money from Internet.
Notice that ways to make money with a website are different from ways to make more money from it. Methods to increase your traffic or click-through rate will help you make more money, but they do not represent a method of making money per se.
For example, one could suggest that blending AdSense ads with the content is a way to make money from a website. In reality it’s not; it’s just a way to make more money by improving your ad click-through rate. The real monetization method behind it is a PPC ad network.
The list is divided into direct and indirect methods, and examples and links are provided for each point. Enjoy!
Direct Methods
1. PPC Advertising Networks
Google AdSense is the most popular option under this category, but there are also others. Basically you need to sign up with the network and paste some code snippets on your website. The network will then serve contextual ads (either text or images) relevant to your website, and you will earn a certain amount of money for every click.
The profitability of PPC advertising depends on the general traffic levels of the website and, most importantly, on the click-through rate (CTR) and cost per click (CPC). The CTR depends on the design of the website. Ads placed abode the fold or blended with content, for instance, tend to get higher CTRs. The CPC, on the other hand, depends on the nice of the website. Mortgages, financial products and college education are examples of profitable niches (clicks worth a couple of dollars are not rare), while tech-related topics tend to receive a smaller CPC (sometimes as low as a couple of cents per click).
The source of the traffic can also affect the overall CTR rate. Organic traffic (the one that comes from search engines) tends to perform well because these visitors were already looking for something, and they tend to click on ads more often. Social media traffic, on the other hand, presents terribly low CTRs because these visitors are tech-savvy and they just ignore ads.
List of popular CPC advertising networks:
* Google Adsense
* Yahoo! Publisher Network (YPN)
* BidVertiser
* Chitika
* Clicksor
2. CPM Advertising Networks
CPM advertising networks behave pretty much as PPC networks, except that you get paid according to the number of impressions (i.e., page views) that the ads displayed on your site will generate. CPM stands for Cost per Mille, and it refers to the cost for 1,000 impressions.
A blog that generates 100,000 page views monthly displaying an advertising banner with a $1 CPM, therefore, will earn $100 monthly.
CPM rates vary with the network, the position of the ad and the format. The better the network, the higher the CPM rate (because they have access to more advertisers). The closer you put the ad to the top of the page, the higher the CPM. The bigger the format (in terms of pixels), the higher the CPM.
You can get as low as $0,10 and as high as $10 per 1,000 impressions (more in some special cases). CPM advertising tends to work well on websites with a high page views per visitor ratio (e.g., online forums, magazines and so on).
List of popular CPM advertising networks:
* Casale Media
* Burst Media
* Value Click
* Advertising.com
* Tribal Fusion
* Right Media
3. Direct Banner Advertising
Selling your own advertising space is one of the most lucrative monetization methods. First and foremost because it enables you to cut out the middleman commissions and to determine your own rates. The most popular banner formats on the web are the 728×90 leaderboard, the 120×600 skyscraper, the 300×250 rectangle and the 125×125 button.
The downside of direct banner advertising is that you need to have a big audience to get qualified advertisers, and you will need to spend time managing the sales process, the banners and the payments.
Related links:
* How to Find Advertisers for Your Website
* Finding Advertisers for Your Blog
* Direct Advertising Sales for Beginners
* Openads Ad Server
* OIO Publisher Ad Platform
4. Text Link Ads
After Google declared that sites selling text links without the nofollow tag would be penalized, this monetization method became less popular.
Many website owners are still using text links to monetize their sites, though, some using the nofollow tag and some not.
The advantage of this method is that it is not intrusive. One can sell text links directly through his website or use specialized networks like Text-Link-Ads and Text-Link-Brokers to automate the process.
Text link marketplaces and networks:
* DigitalPoint Link Sales Forum
* Text-Link-Ads
* Text-Link-Brokers
* TNX
* LinkWorth
5. Affiliate Marketing
Affiliate marketing is a very popular practice on the Internet. Under this system you have a merchant that is willing to let other people (the affiliates) sell directly or indirectly its products and services, in exchange for a commission. Sometimes this type of advertising is also called CPA (cost per action) or CPL (cost per lead) based.
Affiliates can send potential customers to the merchant using several tools, from banners to text links and product reviews.
In order to find suitable affiliate programs you can turn to individual companies and publishers like Dreamhostand SEOBook, or join affiliate marketplaces and networks.
List of popular affiliate marketplaces and networks:
* Commission Junction
* ClickBank
* Azoogle Ads
* Link Share
6. Monetization Widgets
The latest trend on the web are widgets that let you monetize your website. Examples include Widgetbucks and SmartLinks. Some of these services operate under a PPC scheme, others behave like text link ads, others yet leverage affiliate links.
Their main differentiator, however, is the fact that they work as web widgets, making it easier for the user to plug and play the service on its website.
List of companies that provide monetization widgets:
* WidgetBucks
* ScratchBack
* SmartLinks
7. Sponsored Reviews
PayPerPost pioneered this model, with much controversy on the beginning (related to the fact that they did not require disclosure on paid posts). Soon other companies followed, most notably Sponsored Reviews and ReviewMe, refining the process and expanding the paid blogging model.
Joining one of these sponsored reviews marketplaces will give you the opportunity to write sponsored posts on a wide range of topics. Not all bloggers are willing to get paid to write about a specific product or website (because it might compromise the editorial credibility), but the ones who do are making good money out of it.
If your blog has a big audience you could also offer sponsored reviews directly, cutting off the commissions of the middleman.
List of sponsored reviews and paid blogging networks:
* PayPerPost
* Sponsored Reviews
* ReviewMe
* BlogVertise
* Smorty
8. RSS Feed Ads
With the quick adoption of the RSS technology by millions of Internet users, website owners are starting to find ways to monetize this new content distribution channel.
Feedburber already has its own publisher network, and you can sign-up to start displaying CPM based advertising on your feed footer. Bidvertiser recently introduced a RSS feed ad option as well, with a PPC scheme.
Finally, some blogs are also opting to sell banners or sponsored messages on their feed directly. John Chow andMarketing Pilgrim are two examples.
Related links:
* Feedburner
* BidVertiser
* Pheedo
9. Sponsors for Single Columns or Events
If you website has specific columns or events (e.g., a weekly podcast, an interview series, a monthly survey, a special project) you could find companies to sponsor them individually.
This method increases the monetization options for website owner, while giving advertisers the possibility to target a more specific audience and with a reduced commitment.
Mashable illustrates the case well. They have several advertising options on the site, including the possibility to sponsor specific columns and articles, including the “Daily Poll” and the “Web 2.0 Invites.”
Problogger also runs group writing projects occasionally, and before proceeding he publicly announce the project asking for sponsors.
10.Premium Content
Some websites and blogs give away part of their content for free, and charge for access to the premium content and exclusive tools.
SEOMoz is a good example. They have a very popular blog that gives advice and information on wide range of SEO related topics. On top of that visitors can decide to become premium members. It costs $48 monthly and it grants them access to guides, tools and other exclusive material.
11. Private Forums
While the Internet is populated with free forums, there is also the possibility to create a private one where members need to pay a single or recurring fee to join.
SEO Blackhat charges $100 monthly from its members, and they have thousands of them. Obviously in order to charge such a price for a forum membership you need to provide real value for the members (e.g., secret techniques, tools, and so on).
Performancing also launched a private forum recently, focused on the networking aspect. It is called The Hive, and the monthly cost is $10.
These are just two examples. There are many possibilities to create a private and profitable forum, you just need to find an appealing angle that will make it worth for the members.
List of popular forum software:
* vBulletin
* Simple Machines Forum
* phpBB
* Vanilla
12. Job Boards
All the popular blogs are trying to leverage job boards to make some extra income. Guy Kawasaki,ReadWriteWeb, Problogger… you name it.
Needless to say that in order to create an active and profitable job board you need first to have a blog focused on a specific niche, and a decent amount traffic.
The advantage of this method is that it is passive. Once you have the structure in place, the job listings will come naturally, and you can charge anywhere from $10 up to $100 for each.
List of popular job board software:
* JobThread
* Web Scribe Job Board
* SimplyHired Job-o-matic
* Jobbex
13. Marketplaces
Sitepoint is the online marketplace by excellence. Some websites and blogs, however, are trying to replicate that model on a smaller scale.
Depending on your niche, a market place that allows your visitors to buy, sell and trade products could work well. Over the time you could start charging a small fee for new product listings.
The problem with this method is that there are no standard software on the web, so you would need to hire a coder to get a marketplace integrated into your website.
You can see an example of a marketplaces being used on EasyWordpress and on Mashable.
14. Paid Surveys and Polls
There are services that will pay you money to run a small survey or poll on your website. The most popular one is called Vizu Answers.
Basically you need to sign up with them, and select the kind of polls that you want to run your site. Most of these services operate under a CPM model.
15. Selling or Renting Internal Pages
Million Dollar Wiki made this concept popular, but it was being used on the web for a long time around (checkPagerank10.co.uk for instance).
These websites sell for a single fee or rent for a recurring fee internal pages on their domain. Usually they have either high Pagerak or high traffic, so that people purchasing a page will be able to benefit in some way.
Implementing this method on a small blog would be difficult, but the concept is interesting and could be explored further.
16. Highlighted Posts from Sponsors
Techmeme probably pioneered this idea, but somehow it has not spread to other websites. The tech news aggregator displays editorial posts on the left column, and on the sidebar they have a section titled “Techmeme Sponsor Posts.”
On that section posts from the blog of the advertisers get highlighted, sending qualified traffic their way. Considering that the monthly cost for one spot is $5000 and that they have around 6 sponsors at any given time, it must be working well.
17. Donations
Placing a “Donate” link or button on a website can be an efficient way to earn money, especially if your blog is on a niche where readers learn and gain value from your content.
Personal development and productivity blogs, for instance, tend to perform well with donation based systems (one good example being Steve Pavlina).
A small variation of this method appeared sometime ago with the Buy Me a Beer plugin. This WordPress plugin enables you to insert a customized message at the bottom of each article, asking the readers to chip in for a beer or coffee.
18. In-text Adverting
In-text adverting networks like Kontera and Vibrant Media will place sponsored links inside your text. These links come with a double underline to differentiate them from normal links, and once the user rolls the mouse over the link the advertising will pop. Should the user click on it the site owner will make some money.
Some people make good money with this method, but others refrain from using it due to its intrusiveness. It is also interesting to note that very few mainstream websites have experimented with in-text advertising.
19. Pop-ups and Pop-unders
Pop-ups are a common yet annoying form of advertising on the Internet. If you are just trying to make a much money as possible from your website, you could experiment with them.
If you are trying to grow the traffic and generate loyal visitors, however, you probably should stay away from them. Just consider the hundreds of pop-up blockers out there: there is a reason why they are so popular.
Ad networks that use pop-ups:
* Tribal Fusion
* PayPopup
* PopupAd
* Adversal
20. Audio Ads
Also called PPP (Pay Per Play), this advertising method was introduce by Net Audio Ads. the concept is pretty simple: play a small audio advertising (usually 5 seconds) every time a visitor enters into your website. The user should not be able to stop it, creating a 100% conversion rate based on unique visitors.
The company is still rolling tests, but some users are reporting to get from a $4 to a $6 CPM. Regardless of the pay rate, though, this is a very intrusive form of advertising, so think twice before using it.
21. Selling the Website
Selling your website could be your last resource, but it has the potential to generate a big sum of money in a short period of time.
Market places on online forums like DigitalPoint and Sitepoint are always active with website buyers and sellers. Keep in mind that they most used parameter to determine the value of a website is the monthly revenue that it generates, multiplied by a certain number (the multiplier can be anything from 5 to 30, depending on the expectations of the seller, on the quality of the site, on the niche and other factors).
Some people also make money trading and flipping websites. They either create them from scratch or buy existing ones, and after some revamping they sell them for a profit.
Related links:
* How To Buy A Website And Flip It For Profit
* How To Sell A Website - How Much Is Your Website Worth?
* Where to sell a website? How to go about selling it?
Indirect Methods
22. Selling an Ebook
Perhaps one of the oldest money making strategies on the web, using a website to promote a related ebook is a very efficient way to generate revenue.
You could either structure the website around the book itself, like SEOBook.com, or launch the ebook based on the success of the website, like FreelanceSwitch did we the book How to be a Rockstar Freelancer.
Related links:
* Writing an ebook for your blog
* How to sell ebooks
* Processing payments for your ebook
* How to sell digital products online
* List of ebook selling software
23. Selling a Hardcover Book
Many authors and journalists leverage their blogs or websites to sell copies of hardcover books. Examples include Guy Kawasaki, Seth Godin and Malcolm Gladwell.
While most of these people were already renowned authors before they created their website, one could also follow the other way around. Lorelle VanFossen did exactly that with her Blogging Tips book. First she built her authority on the subject via her blog, and afterwards she published the book.
List of self publishing and publishing services:
* Lulu
* Self Publishing
* iUniverse
* WordClay
24. Selling Templates or WordPress Themes
As more and more people decide to get an online presence, website templates and WordPress themes become hotter and hotter.
On this segment you have mainstream websites like TemplateMonster, as well as individual designers who decide to promote and sell their work independently.
Brian Gardner and Unique Blog Designs are two examples of websites that make money with the sales of premium and custom WordPress themes.
25. Offering Consulting and Related Services
Depending on your niche, you could make money by offering consulting and related services. If you are also the author of your blog, the articles and information that you will share will build your profile and possibly certify your expertise on that niche, making it easier to gain customers.
Chris Garrett used a similar strategy. First he created a highly influential blog on the blogging and new media niche, and afterwards he started offering consulting services to clients with related problems and needs.
26. Creating an Email List or Newsletter
Email lists and newsletters represent one of the most powerful marketing and money making tools on the Internet. They offer incredible conversion rates, and the possibility to call people to action in a very efficient way.
Creating a big list is a difficult task though, so if you have a popular website you could leverage it to increase the number of subscribers on your list.
Yaro Starak is a famous Internet marketer, and if you visit his blog you will notice that right on top he has a section encouraging visitors to subscribe to his email newsletter. Yaro generates five figures in revenues each month from his email newsletters, proving that this method works.
List of software to manage email newsletters:
* AWeber
* SendStudio NX
* PHP Autoresponder
* Constant Contact
27. Mentoring programs
People are willing to pay for someone or something that will teach them and give them knowledge (as opposed to mere information). Education is one of the biggest industries in the world, and the online landscape behaves in a similar way.
Creating a mentoring program related to the niche of your website could be very profitable if you manage to structure and promote it adequately. There is a wide range of media and tools that you can use to deliver the information, from text articles to audio and video lessons.
Brian Clark leveraged the success of Copyblogger to launch a mentoring program teaching people how to build membership and how to sell content online. The program is titled Teaching Sells, and it costs $97 monthly. Sounds expensive, but they have over 1,000 members.
28. Creating a conference around the website
If your website takes off and becomes an authority on its niche, you could create a conference around it. Depending on the size of your audience, the event could attract thousands of people, and you could make money directly from conference passes and sponsors.
Search Engine Land, for instance, created a series of conferences that visit several cities on the United States and on other countries as well. The conferences are called Search Marketing Expo, and the tickets and passes cost thousands of dollars.
Read more ...
Labels:
Earn Money,
internet
গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা
আমরা সবাই কম-বেশি ইন্টারনেটে টাকা কামাতে আগ্রহী। আর তাই আমাদের প্রথম টার্গেট গুগল এডসেন্স। কোনোমতে একটা ব্লগ কিংবা ওয়েবসাইট খুলে তিন চারটা এ্যাড বসিয়ে টাকার জন্য অপেক্ষা করতে থাকি। কিংবা টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তারপর এক সময় ভূল পদক্ষেপ নিতে থাকি কিংবা এডসেন্স ছেড়ে অন্য ওয়েবসাইটের পথ ধরি।
গুগল আসলে কি চায়? গুগল কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি - ছবি, গান, ভিডিও - এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না আপনার ওয়েবসাইট উচ্চমানের কনটেন্ট থাকে - নিজের কনটেন্ট লিখুন ... কপি পেষ্ট কনটেন্ট দিয়ে চলবে না। বানান ভূল থেকে বিরত থাকুন, অহেতুক keyword ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি। নিচের কয়েকটি কারনে গুগলের একাউন্ট ব্যান হতে পারে কিংবা পরিশ্রম অনুযায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
১. শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড়জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু'টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।
২. শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।
৩. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।
৪. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন - পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।
৫. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।
৬. পড়তে অসুবিধা হয় এমন উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করেছেন।
৭. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।
৮. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি - যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।
৯. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।
১০. একটির বেশি সচল এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করছেন।
১১. অন্যদের CTR, Impressions, eCPM ইত্যাদি বলে দিয়েছেন।
১২. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন - ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।
১৩. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।
১8. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।
Source
Read more ...
গুগল আসলে কি চায়? গুগল কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি - ছবি, গান, ভিডিও - এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না আপনার ওয়েবসাইট উচ্চমানের কনটেন্ট থাকে - নিজের কনটেন্ট লিখুন ... কপি পেষ্ট কনটেন্ট দিয়ে চলবে না। বানান ভূল থেকে বিরত থাকুন, অহেতুক keyword ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি। নিচের কয়েকটি কারনে গুগলের একাউন্ট ব্যান হতে পারে কিংবা পরিশ্রম অনুযায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
১. শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড়জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু'টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।
২. শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।
৩. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।
৪. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন - পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।
৫. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।
৬. পড়তে অসুবিধা হয় এমন উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করেছেন।
৭. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।
৮. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি - যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।
৯. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।
১০. একটির বেশি সচল এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করছেন।
১১. অন্যদের CTR, Impressions, eCPM ইত্যাদি বলে দিয়েছেন।
১২. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন - ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।
১৩. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।
১8. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।
Source
Read more ...
কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে
আমার অফিসে এক কলিগ আছে সে খালি এডাল্ট সাইট ভিজিট করতো। যার কারনে তার পিসি তে ভাইরাস মামুরা হলি খেলত। আমি তার পিসি তে একখান সফটোয়ার লাগাইয়া দিছিলাম । আজ পর্যন্ত সে তাহা আন-ইনিস্টল করতে পারে নাই আর সাইট ভিজিট তো দুরের কথা।
নিচের লিঙ্ক থেকে কে-নাইন ওয়েব প্রটেকশন সফটোয়ার ডাউনলোড করেন সেট-আপ করেন সব সমাধান।
ও সেট-আপ করার সময় লাইসেন্স কোড চাইবে তখন গেট লাইসেন্স বাটনে ক্লিক করুন। একটা ওয়েব পেজ আসবে নাম আর ইমেইল দিন।
আর কোথা থেকে কে-নাইন ওয়েব প্রটেকশন এর কথা জানতে পারলেন তা জানান ওরা আপনাকে লাইসেন্স কোড সেন্ড করে দিবে ।
ফাউল কোন সাইটে আর যাইতে পারবেন না।B-)
কেহই যাইতে পারবে না।B-)
কে-নাইন ওয়েব প্রটেকশন সফটোয়ার ডাউনলোড করেন নিচের লিঙ্ক থেকে।
Click This Link Read more ...
নিচের লিঙ্ক থেকে কে-নাইন ওয়েব প্রটেকশন সফটোয়ার ডাউনলোড করেন সেট-আপ করেন সব সমাধান।
ও সেট-আপ করার সময় লাইসেন্স কোড চাইবে তখন গেট লাইসেন্স বাটনে ক্লিক করুন। একটা ওয়েব পেজ আসবে নাম আর ইমেইল দিন।
আর কোথা থেকে কে-নাইন ওয়েব প্রটেকশন এর কথা জানতে পারলেন তা জানান ওরা আপনাকে লাইসেন্স কোড সেন্ড করে দিবে ।
ফাউল কোন সাইটে আর যাইতে পারবেন না।B-)
কেহই যাইতে পারবে না।B-)
কে-নাইন ওয়েব প্রটেকশন সফটোয়ার ডাউনলোড করেন নিচের লিঙ্ক থেকে।
Click This Link Read more ...
Labels:
Adult site Block,
internet protection
Subscribe to:
Posts (Atom)